রাজ্যে এসে দলের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা অমিত শাহের
পশ্চিমবঙ্গে এসে সভা করে দলের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন দলের কর্মিসভায় তিনি দাবি করেন, ২০১১ সালে রাজ্য বিধানসভা ভোটে মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। এবার বিধানসভা ভোটে তা বেড়ে হয়েছে ১০ শতাংশ।
ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে এসে সভা করে দলের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন দলের কর্মিসভায় তিনি দাবি করেন, ২০১১ সালে রাজ্য বিধানসভা ভোটে মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। এবার বিধানসভা ভোটে তা বেড়ে হয়েছে ১০ শতাংশ।
গুজরাট, কর্নাটক ও মহারাষ্ট্রে ক্ষমতায় আসার আগে ১০ শতাংশই ভোট পেত বিজেপি। এরপর ক্রমশ দলের সমর্থন বাড়ে এবং ওই তিন রাজ্যে ক্ষমতায় আসে দল। একইভাবে পশ্চিমবঙ্গেও দল ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে বলে দাবি করেন তিনি। অমিত শাহের দাবি, এরাজ্যে তৃণমূলের ঘুম কেড়ে নিতে পারে একমাত্র বিজেপিই।