অধ্যক্ষ নিগ্রহে বিভাজনের রাজনীতির অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে
রায়গঞ্জ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা করলেও, মাজদিয়ায় অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিস।
রায়গঞ্জ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা করলেও, মাজদিয়ায় অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিস। ফলে রবিবার অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একই ধরণের ঘটনায় দুরকম আচরণে পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে। বৃহস্পতিবার রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় তৃণমূল কংগ্রেসর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে ৯ জনের বিরুদ্ধে চারটি ধারায় মামলা দায়ের করেছিল পুলিস। তালিকায় ছিল দলের জেলা কার্যকরী সভাপতি তিলক চৌধুরীর নামও। ধারাগুলি সবকটিই জামিন যোগ্য হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান অভিযুক্তরা। শনিবার মাজদিয়া কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় অভিযোগ উঠেছিল এসএফআইয়ের বিরুদ্ধে। এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে মোট ৬টি ধারায় মামলা করে পুলিস। এর মধ্যে একটি ধারা জামিন অযোগ্য হওয়ায় আদালত ধৃত তিন এসএফআই সমর্থককে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। মাজদিয়ার ঘটনায় অভিযুক্তরা বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্য বলেই কি পুলিসের এহেন আচরণ, এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।