প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নদিয়ায় মদ্যপদের দাপাদাপি

প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নদিয়ার বিভিন্ন জায়গায় মদ্যপদের দাপাদাপি। প্রতিবাদ করলেই জুটছে নির্মম প্রহার। শনিবার হোগলবেড়িয়ায় এক প্রতিবাদীকে পিষে মারে দুষ্কৃতীরা। আজ কৃষ্ণনগরে মার খেল প্রতিবাদী পরিবার। রেহাই নেই তিন বছরের শিশুরও।

Updated By: Jun 5, 2016, 06:26 PM IST
প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নদিয়ায় মদ্যপদের দাপাদাপি

ওয়েব ডেস্ক: প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নদিয়ার বিভিন্ন জায়গায় মদ্যপদের দাপাদাপি। প্রতিবাদ করলেই জুটছে নির্মম প্রহার। শনিবার হোগলবেড়িয়ায় এক প্রতিবাদীকে পিষে মারে দুষ্কৃতীরা। আজ কৃষ্ণনগরে মার খেল প্রতিবাদী পরিবার। রেহাই নেই তিন বছরের শিশুরও।

'প্রকাশ্যে মদ খাব' । 'অশালীন আচরণও করব'। 'তোমাকে মুখ বুজে থাকতে হবে'। 'প্রতিবাদ করলেই শাস্তি'। নদিয়ায় সমাজবিরোধীদের বডি ল্যাঙ্গুয়েজ এখন এমনই কনফিডেন্ট। প্রকাশ্যে মদ্যপানের বিরোধিতা করেছিলেন। কৃষ্ণনগরের রাধানগরে তাই বেধড়ক পেটান হল আজাদ শেখ ও তাঁর পরিবারের লোকেদের। তিন বছরের শিশুকেও রেয়াত করা হয়নি।

শনিবার স্বপনপুর গ্রামে প্রতিবাদী কিশোরীকে গাড়ির চাকায় পিষে শেষ করতে চায় মদ্যপরা। নাতনিকে বাঁচাতে গিয়ে গাড়ির চাকায় পিষে যান কিশোরীর দাদু। একজনকে ধরতে পেরেছে পুলিস।

.