উত্তপ্ত ভোটের ময়দান, অশান্তির আঁচ বিভিন্ন জেলায়
আজও ভোট অশান্তি বিভিন্ন জেলায়। বাসন্তীতে সিপিএম প্রার্থী সুভাষ নস্করের মিছিলে হামলা। ভাঙড়ে আক্রান্ত হয়েছেন ৩ সিপিএম কর্মী। বারাসতে সিপিএম নেতাকে হুমকির অভিযোগ। তৃতীয় দফা ভোটের আগে চড়ছে পারদ। বাতাসে আগুনের হলকা। উত্তপ্ত ভোটের ময়দান। অশান্তির আঁচ বিভিন্ন জেলায়।
ওয়েব ডেস্ক: আজও ভোট অশান্তি বিভিন্ন জেলায়। বাসন্তীতে সিপিএম প্রার্থী সুভাষ নস্করের মিছিলে হামলা। ভাঙড়ে আক্রান্ত হয়েছেন ৩ সিপিএম কর্মী। বারাসতে সিপিএম নেতাকে হুমকির অভিযোগ। তৃতীয় দফা ভোটের আগে চড়ছে পারদ। বাতাসে আগুনের হলকা। উত্তপ্ত ভোটের ময়দান। অশান্তির আঁচ বিভিন্ন জেলায়।
বাসন্তিতে আরএসপি প্রার্থী সুভাষ নস্করের মিছিলে হামলা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেলা ১১টা নাগাদ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শিমুলতলা মোড়ে প্রচার করছিলেন সুভাষ নস্কর। আরএসপি কর্মীদের ধাক্কাধাক্কি এবং গালিগালাজের পাশাপাশি মিছিল করতেও বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
অভিযোগ, এরপর কোনও অনুমতি ছাড়াই এলাকায় পাল্টা মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। মিছিলের অনুমতি না থাকার কথা স্বীকার করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরাও। ঘটনার পর নিজের প্রচার কর্মসূচি বাতিল করেন সুভাষ নস্কর। ঘটনার প্রতিবাদে বাসন্তি বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন আরএসপি প্রার্থী।
ভাঙড়ে ভোগালিতে আক্রান্ত ৩ সিপিএম কর্মী। দলীয় মিছিলে যোগ দেওয়ায় মারধরের অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থী রশিদ গাজির অভিযোগ, পিস্তল ঠেকিয়ে দলীয় কর্মীদের মারধর করেছেন তৃণমূল কর্মীরা। গোটা বিষয়টি নিয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রশিদ গাজী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
নারদ স্টিং-এর পোস্টার লাগানোকে কেন্দ্র করে অশান্তি। বারাসতে সিপিএম নেতা রবি চ্যাটার্জিকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বারাসত থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের জোট প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
লাভপুরে জোট প্রার্থী মফিজুল করিমকে হুমকির অভিযোগ। প্রতিবাদে আমোদপুর থানায় অবস্থান- বিক্ষোভ দেখায় সিপিএম।