শাসক, বিরোধীদের জমজমাট ভোট প্রচার- আজ রাজ্যে প্রচারে সোনিয়া, মঙ্গলবার নামছেন বুদ্ধদেব
রাহুল গান্ধীর পর এবার ভোট প্রচারে রাজ্যে আসছেন সোনিয়া গান্ধী। মালদহের সুজাপুরে ও বীরভূমের মুরারইতে জোড়া সভা কংগ্রেস সভানেত্রীর। দুপুর দুটো নাগাদ প্রথমে মুরারইয়ে জনসভা। পরে মালদহের সুজাপুরে যাবেন তিনি। রাহুল গান্ধীর মঞ্চে ছিলেন একাধিক বাম নেতা। স্বাভাবিকভাবেই সোনিয়ার সভা হাত হাতুড়ি সমঝোতার সাক্ষী থাকবে কিনা তাই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।
ওয়েব ডেস্ক: রাহুল গান্ধীর পর এবার ভোট প্রচারে রাজ্যে আসছেন সোনিয়া গান্ধী। মালদহের সুজাপুরে ও বীরভূমের মুরারইতে জোড়া সভা কংগ্রেস সভানেত্রীর। দুপুর দুটো নাগাদ প্রথমে মুরারইয়ে জনসভা। পরে মালদহের সুজাপুরে যাবেন তিনি। রাহুল গান্ধীর মঞ্চে ছিলেন একাধিক বাম নেতা। স্বাভাবিকভাবেই সোনিয়ার সভা হাত হাতুড়ি সমঝোতার সাক্ষী থাকবে কিনা তাই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।
তবে জোড়া জনসভায় বামেদের কোনও প্রতিনিধি আদৌ থাকবে কিনা সেবিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি আলিমুদ্দিন বা বিধানভবন সূত্রে। প্রচারে এসে শাসকদলকে আক্রমণে চড়া সুর বেঁধেছিলেন রাহুল গান্ধী। আজ তৃণমূলের বিরুদ্ধে কতটা সুর চড়ান সোনিয়া? সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
অন্যদিকে, এবারের বিধানসভা ভোটে প্রথমবারের জন্য প্রচারে নামছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আগামী ১৯ এপ্রিল বিকেল পাঁচটায় ঢাকুরিয়া থেকে গড়িয়া পর্যন্ত রোড শো করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কসবার প্রার্থী শতরূপ ঘোষ, টালিগঞ্জের মধুজা সেন রায় এবং যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে নিয়ে প্রচার করবেন তিনি। অসুস্থতার কারণে দলের নেতা কর্মীরা চাইলেও এ পর্যন্ত প্রচারে নামতে পারেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফেরাতে হয়েছে বিভিন্ন জেলার অনুরোধও। তবে শরীর ঠিক থাকলে কলকাতায় আরও একটি রোড শো করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।