স্বাভাবিক ছন্দে ফিরছে টেনশনমুক্ত ভাঙড়
ছন্দে ফিরছে ভাঙড়। টেনশন উধাও। খুলেছে দোকানপাট। খোলা স্কুল। যান চলাচল স্বাভাবিক। শান্তি ফিরতে স্বস্তি সাধারণ মানুষের। নির্ভয়েই রাস্তায় বেরিয়েছেন তাঁরা।
ওয়েব ডেস্ক: ছন্দে ফিরছে ভাঙড়। টেনশন উধাও। খুলেছে দোকানপাট। খোলা স্কুল। যান চলাচল স্বাভাবিক। শান্তি ফিরতে স্বস্তি সাধারণ মানুষের। নির্ভয়েই রাস্তায় বেরিয়েছেন তাঁরা।
ভাঙড়ে গত কয়েকদিনের এই ছবি উধাও। স্বাভাবিক ছন্দে ফিরছে টেনশনমুক্ত ভাঙড়। অশান্তি নেই। নেই অবরোধ। আন্দোলনের গর্জনও উধাও। জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি অবরোধ সরিয়ে দিয়েছে। পাওয়ার গ্রিডকে ঘিরে যে জায়গাগুলোয় ছিল অবরোধ, সেই জায়গাগুলোতেই এখন শান্তির পরিবেশ।
খোলা স্কুল। সকালে নির্ভয়ে স্কুলের পথ ধরে ছাত্রছাত্রীরা। তাদের চোখেমুখে ভয় উধাও। সকাল থেকেই ভাঙড়ে খুলেছে দোকানপাট। ব্যবসাপাতি স্বাভাবিক। রাস্তাঘাটে যান চলাচলও স্বাভাবিক। নির্ভয়ে রাস্তায় বেরোন সাধারণ মানুষ। যে যার কাজ সেরেছেন স্বাভাবিকভাবেই। শান্তি ফিরতে খুশি ভাঙড়। আলাপ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। এমনটাই বক্তব্য ভাঙড়বাসীর।