উচ্ছেদ ঘিরে উত্তাল উত্তরপাড়া

হুগলির উত্তরপাড়ায় প্রস্তাবিত ফিল্ম সিটির জন্য জমি নিতে গিয়ে বাধা পেল সরকার। জমি থেকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে  বিক্ষোভে সামিল হলেন আবাসিক শ্রমিকরা।

Updated By: Oct 20, 2011, 07:46 PM IST

হুগলির উত্তরপাড়ায় প্রস্তাবিত ফিল্ম সিটির জন্য জমি নিতে গিয়ে বাধা পেল সরকার। জমি থেকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে  বিক্ষোভে সামিল হলেন আবাসিক শ্রমিকরা।
একই সঙ্গে পুলিসি হেনস্থারও অভিযোগ তুলেছেন তাঁরা। হুগলির উত্তরপাড়ায় পুরসভার সাড়ে চারশো বিঘা জমি লিজ দেওয়া হয়েছিল চোদ্দটি ইটভাটাকে। সেখানেই  গড়ে ওঠে শ্রমিক বসতি। পুরসভা এই জমিতেই ফিল্ম সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
ওই জমিতে বসবাসরত ইট ভাটার শ্রমিকদের অভিযোগ, রাতে পুলিস গিয়ে হেনস্থা করছে তাঁদের। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উত্তরপাড়ার কোতরং থেকে থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দিলেন ইটভাটার শ্রমিকেরা। পুলিসি অত্যাচার বন্ধ করা ছাড়াও উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেবার দাবিও তুলেছেন তাঁরা।
প্রস্তাবিত ফিল্মসিটি গড়ে তোলার জন্য জমি দেখতে ইতিমধ্যেই বেশ কয়েকবার জায়গাটি ঘুরে দেখেছেন টালিগঞ্জের কলাকুশলীরা। ১৩ অগাস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিল্মসিটির শিলান্যাস করারও কথা ছিল। কিন্তু বর্ষার কারণে তা বাতিল হয়ে যায়।  মেয়র শোভন চট্টোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন ওই জমি থেকে উঠে গেছেন শ্রমিক পরিবারগুলি।

.