এবার দুষ্কৃতীদের নিশানায় জলপাইগুড়ির মিশনারি স্কুল

ফের দুষ্কৃতীদের নিশানায় মিশনারি স্কুল । রানাঘাটের গাঙনাপুরের পর এবার জলপাইগুড়ির নাগরাকাটায়। স্থানীয় একটি স্কুল পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুষ্কৃতীরা। সিস্টারদের হুমকি দিয়ে স্কুলে পোস্টারও পড়ে। আতঙ্কে শিক্ষক, ছাত্রছাত্রীরা।

Updated By: Mar 26, 2015, 01:31 PM IST
এবার দুষ্কৃতীদের নিশানায় জলপাইগুড়ির মিশনারি স্কুল
রানাঘাটে সন্ন্যাসিনী গণধর্ষণের প্রতিবাদ মিছিল (ফাইল চিত্র)

ওয়েব ডেস্ক: ফের দুষ্কৃতীদের নিশানায় মিশনারি স্কুল । রানাঘাটের গাঙনাপুরের পর এবার জলপাইগুড়ির নাগরাকাটায়। স্থানীয় একটি স্কুল পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুষ্কৃতীরা। সিস্টারদের হুমকি দিয়ে স্কুলে পোস্টারও পড়ে। আতঙ্কে শিক্ষক, ছাত্রছাত্রীরা।

রানাঘাটের কনভেন্টে বৃদ্ধা সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীরা এখনও ধরা পড়েনি। এরই মাঝে ফের দুষ্কৃতী  নিশানায় মিশনারি স্কুল। মালবাজারের নাগরাকাটার সেন্ট ক্যাপিটিনিও গার্লস হাইস্কুলে হামলার হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। একের পর এক হুমকি চিঠির পরিপ্রেক্ষিতে এফআইআর করেছে স্কুল কর্তৃপক্ষ। সিস্টাররা চলে না গেলে  স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হবে বলেও চিঠিতে হমকি দিয়েছে দুষ্কৃতীরা।

হমকি চিঠির খবর পেয়ে আতঙ্কে ভুগছেন শিক্ষিকারা। স্কুলে পাহারার বন্দোবস্ত করা হয়েছে। মামলা দায়ের করেছে প্রশাসন।  বুধবার জলপাইগুড়ির জেলাশাসক ওই স্কুলে যান। সিস্টারদের আশ্বস্ত করেন তিনি। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও রানাঘাটের দুষ্কৃতীরা এখনও ধরা পড়েনি। পুলিসের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে নাগরাকাটার মানুষ।

.