আয়লার 'অভিশাপের' পর সন্দেশখালি এবার বন্যার কবলে

বাঁধ ভেঙে প্লাবিত হল আয়লা বিধ্বস্ত সন্দেশখালির বিস্তীর্ণ অঞ্চল। বহু বাড়ি জলের তলায়।  চাষের জমিতে  ঢুকে পড়ছে নোনাজল।   সন্দেশখালি এক নম্বর ব্লকের  কালিনগরে বেতনী নদীর বাঁধ ভেঙে  মঙ্গলবার গভীর রাতে।  রাতেই জল ঢুকে পড়ে নদীবাঁধ লাগোয়া এলাকাগুলিতে।   

Updated By: Aug 16, 2014, 04:57 PM IST
আয়লার 'অভিশাপের' পর সন্দেশখালি এবার বন্যার কবলে

ওয়েব ডেস্ক: বাঁধ ভেঙে প্লাবিত হল আয়লা বিধ্বস্ত সন্দেশখালির বিস্তীর্ণ অঞ্চল। বহু বাড়ি জলের তলায়।  চাষের জমিতে  ঢুকে পড়ছে নোনাজল।   সন্দেশখালি এক নম্বর ব্লকের  কালিনগরে বেতনী নদীর বাঁধ ভেঙে  মঙ্গলবার গভীর রাতে।  রাতেই জল ঢুকে পড়ে নদীবাঁধ লাগোয়া এলাকাগুলিতে।   

ইতিমধ্যেই জলের তলায়  কালীনগর, ঘটিয়ারা, নিত্যবেড়িয়া, রাধানগর, ভোলাখালি সহ বেশ কয়েকটি গ্রাম। এক ফসলি জমি, পুকুর সবই চলে গিয়েছে নোনা জলের তলায়।  বেতনী নদীর বাঁধ বেঁধেছে প্রায় ৩০০ ফুটেরও বেশি।  বাঁধ মেরামতির কাজ শুরু হলেও তা নিয়ে সন্তুষ্ট নন এলাকাবাসীরা।

এদিকে, অতিবৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত জলপাইগুড়ির ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা।

.