ডুয়ার্সে ফের অশান্তির ছায়া
এক পক্ষের বন্ধ। আর এক পক্ষের জনসভা। দুইয়ের মাঝে পড়ে ফের অশান্তির আশঙ্কা ঘনীভূত হচ্ছে ডুয়ার্সে।
এক পক্ষের বন্ধ। আর এক পক্ষের জনসভা। দুইয়ের মাঝে পড়ে ফের অশান্তির আশঙ্কা ঘনীভূত হচ্ছে ডুয়ার্সে।
তরাই-ডুয়ার্সের ৩৯৬টি মৌজার জিটিএতে অন্তর্ভুক্ত করা দাবিতে প্রথম থেকেই সরব গোর্খা জনমুক্তি মোর্চা। এই ইস্যুতে তারা পাশে পেয়েছে আদিবাসী বিকাশ পরিষদের জন বার্লা গোষ্ঠীকে। প্রস্তাবিত `গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন` (জিটিএ)-এ তরাই ও ডুয়ার্সের মৌজা অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবিতে কাল নাগরাকাটায় জনসভার আয়োজন করেছে গোর্খা জনমুক্তি মোর্চা এবং জন বার্লা গোষ্ঠীর জয়েন্ট অ্যাকশন কো-অর্ডিনেশন কমিটি। ওই জনসভায় মোর্চা সভাপতি বিমল গুরুং ভাষণ দেবেন বলেও ঠিক হয়। অন্যদিকে এই জনসভাকে বানচাল করতে কালই বারো ঘণ্টার ডুয়ার্স বনধ ডেকেছে আদিবাসী বিকাশ পরিষদের বীরসা তিরকের নেতৃত্বাধীন গোষ্ঠী-সহ ২৬টি সংগঠনের যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে মোর্চা ও জন বার্লা গোষ্ঠীকে জনসভা করার অনুমতি দেয়নি প্রশাসন। নাগরাকাটায় মঞ্চও বাঁধতে গেলেও বাধা দেয় পুলিস। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জন বার্লা। কাল জনসভা করতে না দিলে সোমবার থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।