ব্যর্থতায় অজুহাত না দিয়ে বামেদের দিকে আঙুল তুললেন অধীর!

দুপুর ১ টা বাজতেই ভোটের ফল বুঝতে পেরে সাংবাদিক সম্মেলন করে ফেললেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি। ২০১৬-র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন প্রথম সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরি যা বললেন -

Updated By: May 19, 2016, 01:37 PM IST
ব্যর্থতায় অজুহাত না দিয়ে বামেদের দিকে আঙুল তুললেন অধীর!

ওয়েব ডেস্ক: দুপুর ১ টা বাজতেই ভোটের ফল বুঝতে পেরে সাংবাদিক সম্মেলন করে ফেললেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি। ২০১৬-র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন প্রথম সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরি যা বললেন -

''আমি হারের কারণ বলতে পারি। কিন্তু কিছুতেই এই ব্যর্থতার জন্য কোনও পঙ্গু অজুহাত দেব না। আমরা অনেক আসনে ভোটে লড়তে চেয়েছিলাম। কিন্তু সিপিএমের পক্ষ থেকে অত আসন পাইনি।  আজ তাই আমরা কোনও অজুহাত দেব না।  অনেক বাম নেতাই বলে বেরিয়েছেন জোট না হয়ে ঘোঁট হয়েছে! এই ভোটে যে পরিমান ম্যান, মাসল আর মানি খেটেছে, তা বলে বোঝানো সম্ভব নয়। তদন্ত করলেই দেখবেন, শাসকদল কী পরিমাণ টাকা ঢেলেছে এবারের নির্বাচনে। আমরা বলেছিলাম মানুষ নিজের ভোট নিজে দিয়েছে। কিন্তু কে বলেছে যে, নিজের ভোট নিজে টাকা নিয়ে দেওয়া যায় না! এই শাসকদল গত ৫ বছরে আমাদের রাজ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণীর জন্ম দিয়েছে। আমরা তাই মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি। মানুষ মনে করেছে জোট অপেক্ষা মমতা ভালো। যদি বামফ্রন্ট মনে করে তাঁরা জোট করে ভুল করেছে, তাহলে সেটা তাঁদের ব্যাখ্যা। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, তৃণমূল কিন্তু সিপিএমের জেতা আসনে জিতছে। কংগ্রেসের জেতা আসনে নয়।''

.