মিছিল থেকে ইফতার, অধীর একাই
মিছিল হোক অথবা ইফতার পার্টি। অধীর চৌধুরী কার্যত একা। পাশে দেখা যাচ্ছে না কংগ্রেসের প্রথম সারির প্রায় কোনও নেতাকে। গোষ্ঠী কোন্দলে জর্জরিত গোটা দল। যদিও অধীরের দাবি কে এল, কে গেল তাতে কংগ্রেসের কিছু যায় আসে না। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে কংগ্রেসের মিছিল। বিধানভবন থেকে শুরু ধর্মতলায় শেষ। রমজান মাসেও প্রচুর সংখ্যালঘু সমর্থকের ভিড়। বেলা দুটোয় শুরু হল মিছিল।
মিছিলের নেতৃত্বে অধীর চৌধুরী। পাশে সাবিনা ইয়াসমিন, মনোজ চক্রবর্তী সহ তিন-চারজন বিধায়ক। এছাড়া নেতা বলতে যাদের বোঝায় তারা কেউ প্রায় নেই। সোমেন মিত্র, মানস ভুঁইঞা, প্রদীপ ভট্টাচার্য, অথবা আবদুল মান্নান । এমনকি দীপা দাশমুন্সিও। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের মুখ। কিন্তু এদের কাউকেই প্রায় দেখা যায় না অধীর চৌধুরীর কর্মসূচিতে। মিছিলে নেই । নেই ইফতারেও।
সবাইকে বলা হয়েছিল। অধীরের সঙ্গে এই নেতাদের বিরোধ কোনও গোপন কথা নয়। জানেন সোনিয়া-রাহুলরাও। কিন্তু প্রদেশ কংগ্রেসের কর্মসূচি সরাসরি বয়কট? ক্ষতি হবে না দলের?