অন্তঃসত্ত্বা মহিলা আর তাঁর মাকে জুতোপেটা রেল পুলিসকর্মীর
এক অন্তঃসত্ত্বা মহিলা আর তাঁর মাকে জুতোপেটা করলেন এক রেল পুলিসকর্মী। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের জঙ্গিপুর স্টেশন। প্রশ্ন উঠছে কীভাবে আইন নিজের হাতে তুলে নিলেন কর্তব্যরত ওই জিআরপি কর্মী? বিষয়টি খতিয়ে দেখতে আজিমগঞ্জ আসেন রেল পুলিসের চার প্রতিনিধি। দুই মহিলা এবং GRP কর্মীর সঙ্গে কথা বলেন তাঁরা।
ওয়েব ডেস্ক: এক অন্তঃসত্ত্বা মহিলা আর তাঁর মাকে জুতোপেটা করলেন এক রেল পুলিসকর্মী। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের জঙ্গিপুর স্টেশন। প্রশ্ন উঠছে কীভাবে আইন নিজের হাতে তুলে নিলেন কর্তব্যরত ওই জিআরপি কর্মী? বিষয়টি খতিয়ে দেখতে আজিমগঞ্জ আসেন রেল পুলিসের চার প্রতিনিধি। দুই মহিলা এবং GRP কর্মীর সঙ্গে কথা বলেন তাঁরা।
মঙ্গলবার এমনই এক অমানবিক ছবি দেখল জঙ্গিপুর স্টেশন। দুই মহিলাকে জুতো দিয়ে পেটাচ্ছেন এক জিআরপি কর্মী। কিন্তু কেন? কেন এভাবে জুতো দিয়ে মারছেন তিনি? জানা গিয়েছে, পকেটমার সন্দেহে ওই দুই মহিলাকে ঘিরে ধরেন ট্রেনের অন্য যাত্রীরা। জনরোষ থেকে তাঁদের উদ্ধার করা দূরে থাক, উল্টে জুতো খুলে দুই মহিলাকে পেটাতে শুরু করেন রেলপুলিস কর্মী বজরুল শেখ।
প্রৌঢ়ার কোলে একটি শিশু। আর দ্বিতীয় মহিলা অন্তঃসত্ত্বা। নিমতিতার বাসিন্দা ওই দুই মহিলা ডাক্তার দেখাতে জঙ্গিপুরে এসেছিলেন। আর শুধুমাত্র পকেটমার সন্দেহেই আইন নিজের হাতে তুলে নিলেন এক পুলিস কর্মী?
পকেটমার সন্দেহ হলে পুলিসকর্মী হিসেবে আটক করতে পারতেন ওই দুই মহিলাকে। কিন্তু, সেই পথে হাঁটলেন না বজরুল শেখ। উল্টে নিজেই আইন হাতে তুলে নিলেন। কয়েকজন সাধারণ মানুষই ওই দুই মহিলাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যান। আর এখানেই উঠছে প্রশ্ন।