মৃত্যুকে কেন্দ্র করে নেতা বনাম অভিনেতার কাজিয়া
দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু। তাকে কেন্দ্র করে নেতা ও অভিনেতার কাজিয়া। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যান মহম্মদ আক্রম নামে প্রথম বর্ষের এক ছাত্র। খবর পেয়ে হাসপাতালে পৌছন পরিচালন সমিতির সভাপতি রুদ্রনীল ঘোষ। পৌছন এলাকায় তৃণমূল বিধায়ক জটু লাহিড়িও। তৃণমূল বিধায়কের অভিযোগ, পরিচালন সমিতিতে নতুন সভাপতি আসার পরেই কলেজে অরাজকতা শুরু হয়েছে। ছাত্রমৃত্যু তারই ফল। কলেজের অধ্যক্ষকেও তীব্র ভাষায় আক্রমণ করেন জটু লাহিড়ি। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি পরিচালন সমিতির সভাপতি রুদ্রনীলও।
ওয়েব ডেস্ক: দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু। তাকে কেন্দ্র করে নেতা ও অভিনেতার কাজিয়া। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যান মহম্মদ আক্রম নামে প্রথম বর্ষের এক ছাত্র। খবর পেয়ে হাসপাতালে পৌছন পরিচালন সমিতির সভাপতি রুদ্রনীল ঘোষ। পৌছন এলাকায় তৃণমূল বিধায়ক জটু লাহিড়িও। তৃণমূল বিধায়কের অভিযোগ, পরিচালন সমিতিতে নতুন সভাপতি আসার পরেই কলেজে অরাজকতা শুরু হয়েছে। ছাত্রমৃত্যু তারই ফল। কলেজের অধ্যক্ষকেও তীব্র ভাষায় আক্রমণ করেন জটু লাহিড়ি। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি পরিচালন সমিতির সভাপতি রুদ্রনীলও।
আরও পড়ুন- তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ জলপাইগুড়িতে
প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বারংবার বার্তা দিয়েছেন শিক্ষাঙ্গনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্র করার জন্যও। সাম্প্রতিক কালে কলকাতার জয়পুরিয়া কলেজের ঘটনাতেও ঘুরো ফিরে এসেছে উত্তর কলকাতার দুই প্রভাবশালী মন্ত্রীর যোগাযোগের তত্ত্ব। এবার দেখার হাওড়ার এই ঘটনায় দল তৃণমূল কোন পথ নেয়।