রামপুরহাট কাণ্ডেও অভিযুক্তদের রেহাই

রায়গঞ্জের পর রামপুরহাট। এবারেও জামিন পেয়ে গেলেন অধ্যক্ষ নিগ্রহে অভিযুক্তরা। ১০ জন অভিযুক্তের সম্পর্কে পুলিস অসম্পূর্ণ নথি পেশ করায় আদালত পিটিশন খারিজ করে দিয়েছে বলে জানা গিয়েছে।

Updated By: Jan 16, 2012, 03:49 PM IST

রায়গঞ্জের পর রামপুরহাট। এবারেও জামিন পেয়ে গেলেন অধ্যক্ষ নিগ্রহে অভিযুক্তরা। ১০ জন অভিযুক্তের সম্পর্কে পুলিস অসম্পূর্ণ নথি পেশ করায় আদালত পিটিশন খারিজ করে দিয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ফের প্রশ্ন উঠে গিয়েছে পুলিসের নিরপেক্ষতা নিয়ে। ১১ জানুয়ারি তৃণমূল রামপুরহাট কলেজের অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহ করা হয়। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের মতো এক্ষেত্রেও তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অধ্যক্ষ নিগ্রহের অভিযোগ ওঠে। এর পর নির্দিষ্ট কারও নাম উল্লেখ না-করেই পুলিসে অভিযোগ দায়ের করেছিলেন অধ্যক্ষ। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। তার পরও কেন পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল না, প্রশ্ন উঠছে।

.