অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড়কাণ্ডে অভিযুক্তের চার দিনের পুলিসি হেফাজত
তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারার ঘটনায় ধৃত শুভাশিস আচার্যের চার দিনের পুলিস হেফাজত হল। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তৃণমূলের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারেন শুভাশিস আচার্য।
ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারার ঘটনায় ধৃত শুভাশিস আচার্যের চার দিনের পুলিস হেফাজত হল। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তৃণমূলের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারেন শুভাশিস আচার্য।
চড় মারার পরেই শুভাশিসকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মী সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তমলুক আদালতে শুভাশিস আচার্যকে পেশ করে হলে চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর যুব সম্মেলনে মঞ্চে উঠে ছবি তোলার নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারেন শুভাশিস আচার্য। মারের পাল্টা তৃণমূল কর্মী সমর্থকদের হাতে মার খেয়ে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় শুভাশিসকে।