ব্যারাকপুরের ঘাটে ট্রলি হাতে কাউকে দেখলেই সেদিকে সকলের চোখ
ব্যারাকপুরের ঘাটে এখন ট্রলি আতঙ্ক। ট্রলি হাতে কাউকে দেখলেই সেদিকে সকলের কৌতুহলি চোখ ! ট্রলি নিয়ে যাঁরা যাচ্ছেন তাঁদের বাড়ছে বিড়ম্বনা। কেননা, ট্রলি থাকলেই জেরবার হতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের প্রশ্নবানে।
ওয়েব ডেস্ক: ব্যারাকপুরের ঘাটে এখন ট্রলি আতঙ্ক। ট্রলি হাতে কাউকে দেখলেই সেদিকে সকলের কৌতুহলি চোখ ! ট্রলি নিয়ে যাঁরা যাচ্ছেন তাঁদের বাড়ছে বিড়ম্বনা। কেননা, ট্রলি থাকলেই জেরবার হতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের প্রশ্নবানে।
কলেজের ছাত্রী থেকে মাঝবয়সি মহিলা। ব্যবসায়ী থেকে অফিসের কর্মচারী। সহযাত্রীদের সন্দেহের তালিকা থেকে বাদ যাচ্ছেন না কেউই। কারণ এদের সকলের হাতেই যে রয়েছে ঢাউস ট্রলি। মুখে কেউ কিছু না বললেও সুযোগ পেলেই তাঁরা উঁকিযুঁকি মারছেন পাশে বসা সহযাত্রীর ট্রলিতে। আর এতেই মহা বিড়ম্বনায় পড়েছেন অনেকে।
অনেক যাত্রীই জানালেন, শনিবারের ঘটনার পর থেকেই ট্রলি দেখলেই সন্দেহ হচ্ছে তাঁদের। মনে উঁকি দিচ্ছে হাজারো প্রশ্ন।
রবিবারের ঘটনার পর এখন টিকিট কাউন্টারেও দেখা দিয়েছে তত্পরতা। পরীক্ষা করে দেখা হচ্ছে যাত্রীদের ট্রলি ব্যাগ। তবে শনিবারের ঘটনার জেরে যেভাবে হঠাত্ করে লাইমলাইটে চলে এসেছে সে, তাতে বলা যেতেই পারে গঙ্গার ঘাটে ট্রলিই এখন শো স্টপার!