তৃণমূল থেকে কংগ্রেসে এলেন ১৫৫ জন

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, পাওয়া হয়ে গিয়েছে প্রার্থী তালিকা। শুরু হয়ে গেছে প্রচারও। এই অবস্থায় ভোটের আগেই বড়সড় ধাক্কা নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসে। নির্বাচনের দোর গোড়ায় এসে তৃণমূলে দল বদল। শান্তিপুরের বাথানগাছিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিলেন প্রায় ১৫৫ জন তৃণমূলকর্মী। শঙ্কর সিংয়ের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করলেন এই তৃণমূলকর্মীরা। শঙ্কর সিং তাঁদের হাতে তুলে দেন কংগ্রেসের দলীয় পতাকা। একেই নির্বাচনের মুখে নারদ কাণ্ডের বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস। তারপর এত জনের দল বদল বোধহয় তৃণমূলের চিন্তা আরও একটু বাড়িয়ে দিল।

Updated By: Mar 19, 2016, 01:41 PM IST
তৃণমূল থেকে কংগ্রেসে এলেন ১৫৫ জন

ওয়েব ডেস্ক: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, পাওয়া হয়ে গিয়েছে প্রার্থী তালিকা। শুরু হয়ে গেছে প্রচারও। এই অবস্থায় ভোটের আগেই বড়সড় ধাক্কা নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসে। নির্বাচনের দোর গোড়ায় এসে তৃণমূলে দল বদল। শান্তিপুরের বাথানগাছিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিলেন প্রায় ১৫৫ জন তৃণমূলকর্মী। শঙ্কর সিংয়ের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করলেন এই তৃণমূলকর্মীরা। শঙ্কর সিং তাঁদের হাতে তুলে দেন কংগ্রেসের দলীয় পতাকা। একেই নির্বাচনের মুখে নারদ কাণ্ডের বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস। তারপর এত জনের দল বদল বোধহয় তৃণমূলের চিন্তা আরও একটু বাড়িয়ে দিল।

.