আজ পাহাড়ে বারো ঘণ্টার বনধ মোর্চার

লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের বিরোধিতায় আজ পাহাড়ে বারো ঘন্টা বনধের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। দার্জিলিং, কার্সিয়াং,কালিম্পং পাহাড়ের এই তিন মহকুমায় বনধ হবে। জিটিএ-র অন্তর্ভুক্ত সব এলাকায় বনধ হবে বলে জানিয়েছে মোর্চা নেতৃত্ব। 

Updated By: Feb 9, 2013, 09:57 AM IST

লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের বিরোধিতায় আজ পাহাড়ে বারো ঘন্টা বনধের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। দার্জিলিং, কার্সিয়াং,কালিম্পং পাহাড়ের এই তিন মহকুমায় বনধ হবে। জিটিএ-র অন্তর্ভুক্ত সব এলাকায় বনধ হবে বলে জানিয়েছে মোর্চা নেতৃত্ব। 
বনধের জেরে পাহাড়ে অশান্তি রুখতে বাড়তি পুলিস মোতায়েন করা হয়েছে।  ট্রেন চলাচলে কোনও বাধা তৈরি করা হবে না বলে জানিয়েছে মোর্চা নেতৃত্ব। মোর্চা বনধ শুরুর আগে শুক্রবার রাতেই দার্জিলিং গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।   মোর্চার বিরোধিতার মধ্যেই লেপচাদের আমরণ অনশনে শুক্রবার সামিল হয়েছেন আরও পাঁচশো জন লেপচাভাষী।  লেপচা উন্নয়ন পর্ষদের দাবিতে কালিম্পঙের ত্রিকোন পার্কে চলছে এই আমরণ অনশন কর্মসূচি।   
 

.