বাঁশ দিয়ে উইকেট বানানোর জন্য বেধরক মারধর করা হল কিশোরকে

উইকেট না থাকায় পাশের বাড়ির পড়ে থাকা বাঁশ দিয়ে উকেট বানিয়েছিল। এই ছিল তার অপরাধ। আর এর জেরে ১২ বছরের এক কিশোরকে বেধড়ক মারধর করল ওই বাড়ির দুই সদস্য। শুক্রবার,অমানবিক এই ঘটনার স্বাক্ষী রইল কোচবিহারের শ্যামসুন্দর কলোনি। গুরুতর জখম বছর বারোর রাবিজিত বর্মণকে এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাড়াতেই বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল রাবিজিত। ঘটনায় অভিযুক্ত রজত দাস ও শুভ্র দাসের নামে কোতয়ালি থানায় এফআইআর দায়ের করেছে রাবিজিতের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিস।

Updated By: Dec 12, 2015, 08:43 AM IST
বাঁশ দিয়ে উইকেট বানানোর জন্য বেধরক মারধর করা হল কিশোরকে

ওয়েব ডেস্ক: উইকেট না থাকায় পাশের বাড়ির পড়ে থাকা বাঁশ দিয়ে উকেট বানিয়েছিল। এই ছিল তার অপরাধ। আর এর জেরে ১২ বছরের এক কিশোরকে বেধড়ক মারধর করল ওই বাড়ির দুই সদস্য। শুক্রবার,অমানবিক এই ঘটনার স্বাক্ষী রইল কোচবিহারের শ্যামসুন্দর কলোনি। গুরুতর জখম বছর বারোর রাবিজিত বর্মণকে এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাড়াতেই বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল রাবিজিত। ঘটনায় অভিযুক্ত রজত দাস ও শুভ্র দাসের নামে কোতয়ালি থানায় এফআইআর দায়ের করেছে রাবিজিতের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিস।

.