জেব্রার সঙ্গে ক্রসিং পারাপার

রাজ্য পশ্চিমবঙ্গ। অনেক পরিচিতির মধ্যে এই রাজ্যের অন্যতম একটি পরিচিতি, 'এই রাজ্যের রাস্তার ক্রসিংয়ে রবীন্দ্রসঙ্গীত বাজে'। কলকাতা থেকে রাজ্যের আরও অন্যান্য শহরতলি, ক্রসিং ক্রসিংয়ে রবীন্দ্র সঙ্গীত, কখনও কখনও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া, কখনও আবার 'সরকারের প্রচার', ৫ বছর আগে এমনটা ছিল না, তবে এখন এটাই কলকাতা ক্রসিংয়ের ট্রেড মার্ক। পৃথিবীর আরও নামকরা শহরগুলোতেও ক্রসিংয়ে ক্রসিংয়ে গান বাজে, আর তার সঙ্গেই থাকে রোড সেফটির বার্তা। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার কথা মানুষের মধ্যে মিথের মত থাকলেও নিয়ম ভঙ্গের 'আনন্দ' অবচেতন মনেই নিয়ম ভেঙে যায়। সচেতনতার বুলি আওরেও রাস্তা পারাপার করতে গিয়ে দূর্ঘটনা হামেশাই ঘটছে শহর গুলোতে। এবার মানুষকে আরও সচেতন করতে জেব্রা ক্রসিংয়ে জেব্রার সঙ্গেই রাস্তা পার করার ব্যবস্থা করল সাংহাই। জেব্রা ক্রসিংয়ে জেব্রা পেইন্টিং করে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে দিতেই এই আর্ট।

Updated By: May 13, 2016, 01:16 PM IST
জেব্রার সঙ্গে ক্রসিং পারাপার

ওয়েব ডেস্ক: রাজ্য পশ্চিমবঙ্গ। অনেক পরিচিতির মধ্যে এই রাজ্যের অন্যতম একটি পরিচিতি, 'এই রাজ্যের রাস্তার ক্রসিংয়ে রবীন্দ্রসঙ্গীত বাজে'। কলকাতা থেকে রাজ্যের আরও অন্যান্য শহরতলি, ক্রসিং ক্রসিংয়ে রবীন্দ্র সঙ্গীত, কখনও কখনও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া, কখনও আবার 'সরকারের প্রচার', ৫ বছর আগে এমনটা ছিল না, তবে এখন এটাই কলকাতা ক্রসিংয়ের ট্রেড মার্ক। পৃথিবীর আরও নামকরা শহরগুলোতেও ক্রসিংয়ে ক্রসিংয়ে গান বাজে, আর তার সঙ্গেই থাকে রোড সেফটির বার্তা। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার কথা মানুষের মধ্যে মিথের মত থাকলেও নিয়ম ভঙ্গের 'আনন্দ' অবচেতন মনেই নিয়ম ভেঙে যায়। সচেতনতার বুলি আওরেও রাস্তা পারাপার করতে গিয়ে দূর্ঘটনা হামেশাই ঘটছে শহর গুলোতে। এবার মানুষকে আরও সচেতন করতে জেব্রা ক্রসিংয়ে জেব্রার সঙ্গেই রাস্তা পার করার ব্যবস্থা করল সাংহাই। জেব্রা ক্রসিংয়ে জেব্রা পেইন্টিং করে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে দিতেই এই আর্ট।

জেব্রার ওপর দিয়ে হেটেই রাস্তা পার করুক পথাচারীরা, এটাই সাংহাই প্রশাসনের মূল বার্তা। 

 

.