২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউরকে রেহাই দিল পাকিস্তান, বিক্ষোভ দেশের বিভিন্ন জায়গায়
সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানের দুমুখো নীতি। পেশোয়ারের স্কুলে জঙ্গিহানায় প্রায় ১৫০ শিশুর মৃত্যুতে যখন উত্তাল গোটা বিশ্ব, ঠিক তখনই পাকিস্তান কোর্ট রেহাই দিল ২৬/১১ মাস্টারমাইন্ড জাকিউর রহমান লকভিকে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যেদিনই শপথ নিলেন পাকিস্তানে একজন জঙ্গির অস্তিত্বও থাকবে না, ঠিক তার পরের দিনই মুক্তি দেওয়া হল লস্কর জঙ্গি লকভিকে। ২০০৮ সালে মুম্বই হানায় ১৬৪ জন ভারতীয়ের মৃত্যুর প্রধান ষড়যন্ত্রীকে জামিন দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
ওয়েব ডেস্ক: সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানের দুমুখো নীতি। পেশোয়ারের স্কুলে জঙ্গিহানায় প্রায় ১৫০ শিশুর মৃত্যুতে যখন উত্তাল গোটা বিশ্ব, ঠিক তখনই পাকিস্তান কোর্ট রেহাই দিল ২৬/১১ মাস্টারমাইন্ড জাকিউর রহমান লকভিকে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যেদিনই শপথ নিলেন পাকিস্তানে একজন জঙ্গির অস্তিত্বও থাকবে না, ঠিক তার পরের দিনই মুক্তি দেওয়া হল লস্কর জঙ্গি লকভিকে। ২০০৮ সালে মুম্বই হানায় ১৬৪ জন ভারতীয়ের মৃত্যুর প্রধান ষড়যন্ত্রীকে জামিন দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
শুধু মুম্বই হানাই নয়, লস্কর কমান্ডার লকভির বিরুদ্ধে প্রধান অভিযোগ, লস্কর জঙ্গিদের প্রধান প্রশিক্ষক হিসাবে কাজ করত সে। লকভির মুক্তির পর থেকেই পাকিস্তানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ভারতের ক্রমাগত চাপের কাছে অবশেষে মাথা নত করে পাক প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, লকভির জামিনে কোথাও একটা ভুল হয়েছে। এই জামিনের বিরোধিতা করবে পাক সরকার।