তুষারে-বরফে ঢেকে জাপান, আমেরিকা এখন যেন এক দেশ
প্রথমে ঝড়। এরপর তুষার পাত। এর জেরে আপাতত ইঞ্চিখানেক বরফের নিচে স্যান দিয়েগো। মাউন্ট লাগুনায় পথঘাট-বাড়িঘর সবকিছুর রংই এখন সাদা। হিমশীতল পরিবেশেও অবশ্য ঘরে থাকতে নারাজ স্থানীয় বাসিন্দারা। মরসুমের প্রথম তুষারপাতের মজা কি বাড়িতে বসে মিস করা যায়! তাই অনেকেই বেরিয়ে পড়েন রাস্তায়। প্রবল উত্সাহে চলে স্নো-বল ফাইট।
ওয়েব ডেস্ক: প্রথমে ঝড়। এরপর তুষার পাত। এর জেরে আপাতত ইঞ্চিখানেক বরফের নিচে স্যান দিয়েগো। মাউন্ট লাগুনায় পথঘাট-বাড়িঘর সবকিছুর রংই এখন সাদা। হিমশীতল পরিবেশেও অবশ্য ঘরে থাকতে নারাজ স্থানীয় বাসিন্দারা। মরসুমের প্রথম তুষারপাতের মজা কি বাড়িতে বসে মিস করা যায়! তাই অনেকেই বেরিয়ে পড়েন রাস্তায়। প্রবল উত্সাহে চলে স্নো-বল ফাইট।
যেদিকে চোখ যায়, সেদিকে শুধুই বরফ। সাদা চাদরের তলায় ঢেকে গিয়েছে কার্যত গোটা জাপান। প্রতিকূল আবহাওয়ার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিন জনের। কনকনে, হিমেল হাওয়ায় কার্যত বাইরে বের হওয়াই কঠিন। দিনভর চলছে তুষার পাত। রাস্তাঘাট সবই বরফে ঢাকা। প্রভাব পড়েছে যান চলাচলে। বিপর্যস্ত উড়ান পরিষেবাও। ইতিমধ্যে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। টানা তুষারপাতের জেরে ব্যহত স্বাভাবিক জনজীবন।