চিনের নতুন প্রেসিডেন্ট হলেন শি জিনপিং
দশ বছর পর চিনের নতুন প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। হু জিয়াবোর এক দশকের শাসনকালের পর তাঁর উত্তরসূরী হিসেবে আজই আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করলেন শি। গত বছর নভেম্বরেই চিনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার তাঁর প্রেসিডেন্ট পদে আসীন হওয়া ছিল সময়ের অপেক্ষা।
দশ বছর পর চিনের নতুন প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। হু জিয়াবোর এক দশকের শাসনকালের পর তাঁর উত্তরসূরী হিসেবে আজই আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করলেন শি। গত বছর নভেম্বরেই চিনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার তাঁর প্রেসিডেন্ট পদে আসীন হওয়া ছিল সময়ের অপেক্ষা।
বেজিংয়ের গ্রেট হলে ন্যাশনাল পিপলস কংগ্রেসে এ দিন প্রায় ৩০০০ সদস্য ভোট দেন। এর মধ্যে ২ হাজার ৯৫২ ভোট পান শি জিনপিং।
শুক্রবার নির্বাচিত করা হবে চিনের প্রিমিয়রের (প্রধানমন্ত্রী) পদ। এই পদের দৌড়ে এগিয়ে আছেন লি কিকিয়াং। নির্বাচিত হলে ওয়েন জিয়াবোর স্থানে নিযুক্ত হবেন কিকিয়াং। নিয়ম মেনে নির্বাচন হলেও এটি মূলত এই দুই পদের আনুষ্ঠানিক ঘোষণা।
গত বছরের নভেম্বরেই পঞ্চম প্রজন্মের নেতা হিসাবে অষ্টাদশ জাতীয় কংগ্রেসেই চিনের কমিউনিস্ট পার্টির দায়িত্ব নেন শি জিনপিং। কংগ্রেসে নিজের উত্তরসূরি হিসাবে শি জিনপিংয়ের নাম ঘোষণা করেন চিনের প্রেসিডেন্ট তত্তকালীন প্রেসিডেন্ট হু জিয়াবো। সেই সময়ই চিনের সামরিক বাহিনী সেন্ট্রাল মিলিটারি কমিশনেরও প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি।