অবশেষে পোপ পেল ১২০ কোটি ক্যাথলিক

প্রথম ফ্রান্সিস। বিশ্বজুড়ে ১২০ কোটি রোমান ক্যাথলিক ক্রিশ্চিয়ানের ধর্মগুরুর নাম এখন এটাই। গতকালই আর্জেন্তিনার জর্জ মারিও বার্গোগলিওকে নতুন পোপ হিসেবে বেছে নিয়েছে রোমান ক্যাথলিকদের পাপাল কনক্লেভ। বারবার বৈঠকে বসছিলেন একশো পনেরোজন কার্ডিলান। কিন্তু কিছুতেই ঐকমত্যে পৌঁছতে পারছিলেন না তাঁরা। কে হবেন, পদত্যাগী ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরী। মঙ্গলবার রাত ও বুধবার সকালের ব্যর্থ বৈঠকের পর অবশেষে সন্ধেয় মিলল সমাধানসূত্র। সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে উড়িয়ে দেওয়া হল সাদা ধোঁয়া। যার অর্থ নতুন পোপ নির্বাচিত। উল্লাসে ফেটে পড়লেন ভ্যাটিকান সিটিতে উপস্থিত হাজার হাজার মানুষ। 
তারপর আবার অধীর আগ্রহে অপেক্ষা। কে হচ্ছেন নতুন পোপ। প্রায় একঘণ্টা পরে প্রাসাদের বারান্দায় দেখা দিলেন নতুন পোপ। আর্জেন্তিনার জর্জ মারিও বার্গোগ্লিও। একশো পনেরোজন কার্ডিনালের মধ্যে অন্তত সাতাত্তরজনের ভোটে নির্বাচিত তিনি। তাঁকে বেছে নিতে পাঁচ পাঁচবার বৈঠকে বসেছে পাপান কনক্লেভ।
নতুন পোপ জানিয়েছেন, তিনি প্রথম ফ্রান্সিস নামে পরিচিত হবেন। এই প্রথমবার লাতিন আমেরিকা থেকে কোনও ব্যক্তি রোমান ক্যাথলিকদের পোপ নির্বাচিত হলেন। রোমান ক্যাথলিক চার্চের দু`হাজার বছরের ইতিহাসে তিনি, ২৬৬তম ধর্মগুরু। তেরোশো বছর পর, ইউরোপীয় নন এমন কোনও ব্যক্তি পোপের দায়িত্ব পালন করবেন। এর আগে অষ্টম শতাব্দীতে পোপ হয়েছিলেন সিরিয়ার তৃতীয় গ্রেগরি।

English Title: 
Francis I, the new Pope from `the end of the earth`
Home Title: 

অবশেষে পোপ পেল ১২০ কোটি ক্যাথলিক

No
12015
Is Blog?: 
No