ঝড়ো হাওয়ায় বিপত্তি, ৬০০ যাত্রী নিয়ে কাঁপতে শুরু করল বিমান, তারপর..
ওয়েব ডেস্ক : উড়তে ভয় পান? বিমানে আঁটসাট করে বসলেও বুক দুরু দুরু করতে শুরু করে? তা যদি না হয়, তাহলে এই ভিডিও দেখার পর থেকে বিমান যাত্রা করতে ভয় পেতে পারেন আপনিও। কারণ, সেরকমই একটি ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি এমিরেটস-এর একটি ভিডিও ভাইরাল হয়। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানটি আকাশ থেকে মেনে এসে মাটি ছুঁতে শুরু করে, তা দেখলে বুক কেঁপে উঠবে আপনারও। গত ৫ অক্টোবর Emirates Airbus A380 জার্মানির ডাসেলড্রফ বিমানবন্দরে নামার সময় বিপত্তি ঘটে । দেখা যায়, আকাশ থেকে নামার সময় আচমকাই কাঁপতে শুরু করে বিমানটি। বিমান চালকের তত্পরতায় যাত্রীরা এ যাত্রায় প্রাণে বেঁচে যান বটে, কিন্তু ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
খালিজ টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, ওইদিন আবহাওয়া খারাপ ছিল। প্রচণ্ড হওয়ার জেরে আচমকাই কাঁপতে শুরু করে বিমানটি। কিন্তু, শেষ পর্যন্ত চালকের তত্পরতায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। প্রসঙ্গত ওই বিমানটিতে ৬০০ জন যাত্রী ছিলেন ওই সময়।