স্বামীর পাসপোর্টে ভারতে এলেন স্ত্রী!

এমিরেটস এয়ারলাইন কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে জানিয়েছে, অত্যন্ত গুরুত্ব-সহকারে পাসপোর্ট খতিয়ে দেখা হয়

Updated By: May 3, 2018, 09:31 PM IST
স্বামীর পাসপোর্টে ভারতে এলেন স্ত্রী!

নিজস্ব প্রতিবেদন: স্বামীর পাসপোর্ট নিয়ে ব্রিটেন থেকে ভারতে এলেন দিব্যি। তবে, বাধ সাধল বিমানবন্দর থেকে বেরনোর পথের নিরাপত্তা পরীক্ষার কড়া ব্যবস্থা। সম্প্রতি নিরাপত্তা পরীক্ষকের কাছে আটকে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের এক মহিলা ব্যবসায়ী। পাসপোর্ট দেখাতে গিয়ে তিনি বুঝলেন, ভুল করে আসলে স্বামীর পাসপোর্ট নিয়ে এসেছেন। এরপর তাঁকে ভারতে প্রবেশ করতে না দিয়ে সোজা দুবাই পাঠিয়ে দেয় বিমান কর্তৃপক্ষ।

আরও পড়ুন- বিতর্কের ঝড়ে গণেশ উলটাল কেমব্রিজ অ্যানালিটিকার

গীতা মোধা নামে ওই মহিলা অভিযোগ করেছেন, পাসপোর্ট দেখিয়েই বিমানে উঠেছেন তিনি। বিমান কর্তৃপক্ষেরই ত্রুটি হয়েছে বলে গোড়াতে দাবি করেন গীতা। তবে, তিনি যে ভুল করে স্বামীর পাসপোর্ট নিয়ে এসেছেন, তা স্বীকার করেছেন শেষ পর্যন্ত। গীতা আরও অভিযোগ করেন, সব দিক থেকে নিরাপত্তার যখন এত কড়াকড়ি, তখন এমন সামান্য অথচ গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল কী করে হয়?

আরও পড়ুন- মৃত্যুর তারিখ জেনে মরতে চললেন গবেষক

এমিরেটস এয়ারলাইন কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে জানিয়েছে, অত্যন্ত গুরুত্ব-সহকারে পাসপোর্ট খতিয়ে দেখা হয়। কিন্তু এ ক্ষেত্রে বিমানকর্মীদের নজর এড়িয়ে গিয়েছে বলে স্বীকার করে নেয় সংস্থাটিও।

আরও পড়ুন- বুশকে জুতো ছুড়ে এসেছিলেন প্রচারে, এবার ভোটের ময়দানে সেই ইরাকি সাংবাদিক

.