পৃথিবীতে জলের জন্ম কবে?

জলই জীবন। পৃথিবীর সমস্ত জীবনের জন্মের আদি সৃষ্টি হল জল। হ্যাঁ। এটাই সব থেকে বড় সত্যি ও বৈজ্ঞানিক প্রমাণ, দাবি করছেন বিজ্ঞানীরা। ডিম আগে না মুরগি আগে, এই ধাঁধার থেকেও জটিল ধাঁধা জল আগে না পৃথিবী আগে? উত্তরটা হল, জল আর পৃথিবী আসলে যমজ। জলের সৃষ্টির সঙ্গে মহাকাশ, জীব-জগৎ, মহাবিশ্বের কোনও প্রকার সৃষ্টির কোনও মিল নেই। জলের ধর্মের মতই জলের সৃষ্টিও স্বতন্ত্র। বিজ্ঞানীরা বলছেন, জীব সৃষ্টির প্রথম অধ্যায় হল জলের জন্ম।  

Updated By: Apr 18, 2016, 05:32 PM IST
পৃথিবীতে জলের জন্ম কবে?

ওয়েব ডেস্ক: জলই জীবন। পৃথিবীর সমস্ত জীবনের জন্মের আদি সৃষ্টি হল জল। হ্যাঁ। এটাই সব থেকে বড় সত্যি ও বৈজ্ঞানিক প্রমাণ, দাবি করছেন বিজ্ঞানীরা। ডিম আগে না মুরগি আগে, এই ধাঁধার থেকেও জটিল ধাঁধা জল আগে না পৃথিবী আগে? উত্তরটা হল, জল আর পৃথিবী আসলে যমজ। জলের সৃষ্টির সঙ্গে মহাকাশ, জীব-জগৎ, মহাবিশ্বের কোনও প্রকার সৃষ্টির কোনও মিল নেই। জলের ধর্মের মতই জলের সৃষ্টিও স্বতন্ত্র। বিজ্ঞানীরা বলছেন, জীব সৃষ্টির প্রথম অধ্যায় হল জলের জন্ম।  

কানাডার লাভাতে একটি গবেষণায় জানানো হয়েছে, সূর্য সৃষ্টির আগেও জন্ম হয়েছে পৃথিবীর। আর পৃথিবী সৃষ্টির সঙ্গে সঙ্গেই জন্ম হয়েছে জলও। পৃথীবীতে তিনভাগ
জল আর একভাগ স্থল। পৃথিবী সৃষ্টির তত্ত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যেমন মতানৈক্য আছে, তেমনই 'জল তুমি কোথা থেকে এসেছো, আর কীভাবে এসেছো', এই প্রশ্নের উত্তরেও রয়েছে অসাম্য। শিবের জটা থেকেই গঙ্গা পৃথীবিতে এসেছে, কিন্তু শিবের জটায় গঙ্গাকে কে জড়িয়ে দিল, এই প্রশ্ন যেমন মিথের কাছে অপ্রাসঙ্গিক তেমনই বিজ্ঞানের কাছেও মিথ অপ্রাসঙ্গিক। কারণ, বিজ্ঞান যুক্তিতে বিশ্বাস করে। আর মিথের ধর্মই হল 'আদি থেকে অন্ত, কেবলই বিশ্বাস'।

.