অস্ট্রেলিয়ায় তিমিদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে

অস্ট্রেলিয়ার স্ট্রাহান শহরের কাছে তাসমানিয়ার পশ্চিম উপকূলে আটকে পড়া তিমি মাছগুলিকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। `ওসেন বিচ`-এ ঢুকে পড়া বাইশটি তিমি ইতিমধ্যে মারা যাওয়ায় সমস্যা আরও বেড়েছে।

Updated By: Nov 14, 2011, 11:56 AM IST

অস্ট্রেলিয়ার স্ট্রাহান শহরের কাছে তাসমানিয়ার পশ্চিম উপকূলে আটকে পড়া তিমি মাছগুলিকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। `ওসেন বিচ`-এ ঢুকে পড়া বাইশটি তিমি ইতিমধ্যে মারা যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। মারকোয়্যারি বন্দরেও আরও আটটি তিমি আটকে পড়ে বলে জানা গেছে। সমুদ্র থেকে বেশ খানিকটা ভিতরে ঢুকে পড়ার পর এখন আর বেরোতে পারছে না বৃহদাকার এই মাছগুলি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, আটটির মধ্যে চারটি তিমি শেষপর্যন্ত সমুদ্রে ফিরে যেতে পেরেছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। স্থানীয় মত্‍স্যজীবী, বন্যপ্রাণী আধিকারিকদের নিয়ে তিরিশজনের একটি উদ্ধারকারী দল গঠন করা হয়েছে। মোটরচালিত নৌকোয় চড়ে তিমিমাছগুলিকে তাঁরা বন্দর থেকে বাইরে, সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে এই চেষ্টায় সফলতাও মিলেছে। দুটি তিমিকে ফেরাতে সমর্থ হয়েছেন তাঁরা। বাকি দুটি তিমিও যাতে একইভাবে নিরাপদে সমুদ্রে ফিরে যায় সেই চেষ্টা চলছে।

.