নতুন বছরকে সাদরে অভিবাদন সারা বিশ্বের

স্বাগত দুহাজার তেরো। উত্‍সাহ-উদ্দীপনায় নতুন বছরকে বরণ করে নিলেন বিশ্ববাসী। প্রথম দেশ হিসাবে নববর্ষে পা রাখল সামোয়া। সামরিক শাসনের বেড়াজাল ছিঁড়ে প্রকাশ্যে বর্ষবরণের উত্‍সবে মাতলেন মায়ানমারের বাসিন্দারা।

Updated By: Jan 1, 2013, 08:50 AM IST

স্বাগত দুহাজার তেরো। উত্‍সাহ-উদ্দীপনায় নতুন বছরকে বরণ করে নিলেন বিশ্ববাসী। প্রথম দেশ হিসাবে নববর্ষে পা রাখল সামোয়া। সামরিক শাসনের বেড়াজাল ছিঁড়ে প্রকাশ্যে বর্ষবরণের উত্‍সবে মাতলেন মায়ানমারের বাসিন্দারা।
এতদিন বিশ্বের শেষ রাষ্ট্র হিসাবে নতুন বছরে পা রাখত সামোয়া। আন্তর্জাতিক তারিখ রেখার একেবারে কাছে অবস্থিত দেশটি সম্প্রতি তাদের সময়কে চব্বিশ ঘণ্টা এগিয়ে এনেছে। ফলে, এবার বিশ্বের প্রথম রাষ্ট্র হিসাবে দুহাজার তেরোকে বরণ করার সুযোগ পেল প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র।
দক্ষিণ গোলার্ধের উচ্চতম নির্মাণ অকল্যান্ডের স্কাই টাওয়ার। তিনশো আটাশ মিটার উঁচু এই টাওয়ার থেকে ছড়িয়ে পড়া আতসবাজির আলো নিউজিল্যান্ডের বাসিন্দাদের জানিয়ে দিল এসে গেছে দুহাজার তেরো।
পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে আলোর মালায় সেজে উঠল সিডনি হারবার ব্রিজ।
ভিক্টোরিয়া বন্দরে মধ্যরাতের আকাশে আট মিনিট ধরে আতসবাজির রোশনাই। দুহাজার তেরোকে স্বাগত জানাল হংকং।
বিশ্বের দ্বিতীয় উচ্চতম বাড়ি তাইপেই একশো একে আলোর মেলা। নতুন বছরকে বরণ করে নিলেন তাইওয়ানের বাসিন্দারা।
নতুন বছরকে স্বাগত জানাতে টোকিও সহ দেশের বিভিন্ন ধর্মস্থানে উপস্থিত হয়েছিলেন জাপানিরা।
লেসার শো আর তীব্র ঠাণ্ডায় জমে যাওয়া বেজিংয়ের কুনমিং লেকে শৈল্পিক উপস্থাপনা। হাজার চারেক মানুষের উপস্থিতিতে দুহাজার তেরোকে বরণ করে নিল চিন।
সামরিক শাসনের বেড়াজাল ছিঁড়েছে। সাধারণ মানুষের জমায়েতের ওপর থেকে উঠেছে নিষেধাজ্ঞা। ইয়াঙ্গনের পিপলস পার্কে আবেগে-উচ্ছ্বাসে দুহাজার তেরোকে স্বাগত জানালেন হাজারো মানুষ। আতসবাজির আলোয় ঢেকে গেল বিশ্বের উচ্চতম বাড়ি বুর্জ খলিফা। বর্ষবরণে মেতে উঠল দুবাই। নববর্ষে আনন্দে মাতলেন কাবুলে মোতায়েন ন্যাটোবাহিনীর সদস্যরা।
ক্রেমলিন ক্লক টাওয়ারে ঘণ্টাধ্বনি। তীব্র ঠাণ্ডাকে উপেক্ষা করে মস্কোর রেড স্কোয়ার নতুন বছরকে স্বাগত জানাল। আলোর রোশনাইয়ে অ্যাক্রোপলিস। আর্থিক সঙ্কটে জর্জরিত গ্রিসে এল নতুন বছর।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনেও পালিত হল বর্ষবরণ। আইফেল টাওয়ারে আলোর মালা। দুহাজার তেরোকে বরণ করে নিল ফ্রান্স।
ব্র্যান্ডেনবুর্গ গেটে মানুষের ঢল। নতুন বছরে পা রাখল জার্মানি। টেমসের জলে আলোর ছায়া। বিগ বেনের কাঁটা বারোটার ঘরে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল ব্রিটেন।
    
 

.