Afghanistan: 'কাশ্মীরিদের জন্য সরব হওয়ার অধিকার আছে আমাদের', বার্তা Taliban মুখপাত্রের

প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিচ্ছে তালিবান?

Updated By: Sep 3, 2021, 12:11 PM IST
 Afghanistan: 'কাশ্মীরিদের জন্য সরব হওয়ার অধিকার আছে আমাদের', বার্তা Taliban মুখপাত্রের

নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হওয়ার পরেই সন্ত্রাসবাদীদের দৌড়াত্ব বাড়ার আশঙ্কা করেছিল ভারত-সহ বিশ্বের বহু দেশ। সেই আশঙ্কা আরও বাড়ছে জঙ্গি সংগঠনটির মুখপাত্র সুহেল শাহিনের (Suhail Shaheen) সাম্প্রতিক বক্তব্যে। 

সংবাদ সংস্থা BBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে এবার কাশ্মীর নিয়ে মুখ খুলল এই জঙ্গি নেতা। কেবল মুখ খোলাই নয়, কাশ্মীর নিয়ে প্রচ্ছন্ন হুমকিও দিল সে। সুহেল শাহিনের (Suhail Shaheen) জানায়, "মুসলিম হিসেবে কাশ্মীরি মুসলিমদের হয়ে সরব হওয়ার অধিকার রয়েছে আমাদের। ভারত-সহ বিশ্বের যেকোনও দেশের মুসলিমদের হয়ে আমরা আওয়াজ তুলতে পারি। আইনে তাঁদেরও সমানাধিকার রয়েছে।"

আরও পড়ুন: Afghanistan: প্রস্তুতি শেষ, শুক্রবারই নয়া সরকার ঘোষণার পথে Taliban!

আরও পড়ুন: Gun Violence: টাকার বিনিময়ে বন্দুকের নলে ঠুলি? নিরাপত্তা কিনতে হচ্ছে ডলার খরচ করে!

সম্প্রতি কাতারে তালিবান নেতাদের সঙ্গে দেখা করেন ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তাল। সেখানে একটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার না হয়, সেই প্রতিশ্রুতি চান তিনি।

.