নেপালের সংসদ নির্বাচনের ভোটগননা শুরু

নেপালের ২০টি জেলায় শুরু হল গণপরিষদ নির্বাচনের ভোটগননা। কাঠমান্ডুর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চলছে ১০টি কেন্দ্রের ভোটগননা। মঙ্গলবার নেপালে ভোট পড়েছে ৭০ শতাংশ। আশা করা যায় এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ফলাফল ঘোষনা করা হবে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কোনও রাজনৈতিক দলেরই নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই।

Updated By: Nov 20, 2013, 08:45 PM IST

নেপালের ২০টি জেলায় শুরু হল গণপরিষদ নির্বাচনের ভোটগননা। কাঠমান্ডুর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চলছে ১০টি কেন্দ্রের ভোটগননা। মঙ্গলবার নেপালে ভোট পড়েছে ৭০ শতাংশ। আশা করা যায় এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ফলাফল ঘোষনা করা হবে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কোনও রাজনৈতিক দলেরই নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই।
নির্বাচনী আধিকারিকদের মতে, মঙ্গলবারের ভোটগ্রহন পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ ছিল। যদিও একটি গ্রামে ভোটগ্রহন করা যায়নি। কাঠমান্ডুর একটি বুথের সামনে বোমা ফাটার ঘটনা ও পশ্চিম নেপালের একটি বুথের সামনে পুলিসের গুলিচালনার ঘটনা ছাড়া আর কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।
গতবারের মত এবারেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছে ইউনাইটেড কমিউনিস্ট পার্টি অফ নেপাল(মাওবাদী)। প্রধান প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অফ নেপাল(ইউনাইটেড মার্কসিস্ট)।

.