ইউক্রেনের জন্য ১০০ কোটি মার্কিন ডলারের ত্রাণ প্যাকেজ হোয়াইট হাউসের

ইউক্রেনের আকাশে এখন যুদ্ধের মেঘ। এ অবস্থায় তাদের পাশে থাকতে চায় আমেরিকা। তার জন্য সঙ্কটে জর্জরিত কিয়েভের নতুন সরকারের জন্য ১০০ কোটি মার্কিন ডলারের একটি ত্রাণ প্যাকেজ তৈরি করেছে হোয়াইট হাউস। এর উপরই আজই মার্কিন কংগ্রেসের প্রতিনিধিসভায় ভোটাভুটি। রিপাবলিক্যানরা চান ইউক্রেনকে ত্রাণ দেওয়া নিয়ে হোয়াইট হাউজের পরিকল্পণায় আজই সিলমোহর দিতে। তবে ইউক্রেনে সেনা পাঠানোয় রাশিয়ার বিরুদ্ধে কোনও অর্থনৈতিক অবরোধ জারি হবে কিনা, সেবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি মার্কিন প্রতিনিধিসভা।

Updated By: Mar 6, 2014, 04:08 PM IST

ইউক্রেনের আকাশে এখন যুদ্ধের মেঘ। এ অবস্থায় তাদের পাশে থাকতে চায় আমেরিকা। তার জন্য সঙ্কটে জর্জরিত কিয়েভের নতুন সরকারের জন্য ১০০ কোটি মার্কিন ডলারের একটি ত্রাণ প্যাকেজ তৈরি করেছে হোয়াইট হাউস। এর উপরই আজই মার্কিন কংগ্রেসের প্রতিনিধিসভায় ভোটাভুটি। রিপাবলিক্যানরা চান ইউক্রেনকে ত্রাণ দেওয়া নিয়ে হোয়াইট হাউজের পরিকল্পণায় আজই সিলমোহর দিতে। তবে ইউক্রেনে সেনা পাঠানোয় রাশিয়ার বিরুদ্ধে কোনও অর্থনৈতিক অবরোধ জারি হবে কিনা, সেবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি মার্কিন প্রতিনিধিসভা।

কাল থেকে সেনেটের ছুটি। তার আগে ইউক্রেনের জন্য তৈরি ত্রাণ প্যাকেজের বিষয়টি চূড়ান্ত করতে চায় তারাও। সেনেটের ডেমোক্র্যাট নেতা হ্যারি রিডের বক্তব্য, শুধু ত্রাণ নয়। রাশিয়ার বিরুদ্ধে আর্থিক অবরোধ জারির প্রসঙ্গে আজই তাদের মতামত জানাবে সেনেট। তবে সবকিছু নির্ভর করছে সেনেটের ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেজের উপর। দাবি সেনেটর হ্যারি রিডের।

.