আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন-ফলাফল এক নজরে

প্রেসিডেন্ট বেছে ফেলল আমেরিকা। ভোটের ফলাফল পরিষ্কার। মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। এক নজরে দেখে নেওয়া যাক ভোটের ফলাফল---

Updated By: Nov 9, 2016, 03:15 PM IST
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন-ফলাফল এক নজরে

ওয়েব ডেস্ক: প্রেসিডেন্ট বেছে ফেলল আমেরিকা। ভোটের ফলাফল পরিষ্কার। মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। এক নজরে দেখে নেওয়া যাক ভোটের ফলাফল---

ইলেকটোরাল কোলাজ ভোট
ট্রাম্প-২৭৯টি
ক্লিনটন-২১৮টি

প্রাপ্ত ভোটের হিসেব

ডোনাল্ড ট্রাম্প (রিপাবলিকান পার্টি)- ৪৮ শতাংশ ভোট (৫,৮১,৫৩,৭৯১)

হিলারি ক্লিটন (ডেমোক্রাটিক পার্টি)- ৪৭ শতাংশ ভোট (৫,৭৬,৯৪,৩৩৭)

গ্যারি জনসন (লিবারিয়ান পার্টি)- ৩ শতাংশ ভোট (৩৯,১৮,২৪২)

জিল স্টেন (১ শতাংশ ভোট)- (১১,৪৪,৪৬৯)

সেনেটে জয়
রিপাবলিকান-৫১
ডেমোক্র্যাট-৪৭

ইউএস হাউস
রিপাবলিকান-২৩৬
ডেমোক্র্যাট-১৯১

------------
ট্রাম্প জয়ী যেসব অঙ্গরাজ্যে--

ওহিও, নর্থ ক্যারোলাইনা, আলাবামা, কেনটাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, কানসাস, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেনিসি, ওকলাহোমা, ওয়াইওমিং, নেব্রাস্কা, আরকানসাস, লুইজিয়ানা

হিলারি ক্লিনটন জয়ী যেসব অঙ্গরাজ্যে--
ভার্জেনিয়া, নিউইয়র্ক, ভারমন্ট, নিউজার্সি, ডিসি, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, ডেলাওয়ারে, ইলিনয়, কানেটিকাট, রোড আইল্যান্ড

 

.