বয়স কম, করোনা কিছুই করতে পারবে না বলে মাতলেন 'করোনা পার্টিতে', তারপর...

চিকিৎসকরা বলছেন ওই ব্যক্তি করোনাকে ভাঁওতা ভেবে কোভিড পার্টি করতে গিয়েছিলেন।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 13, 2020, 03:51 PM IST
বয়স কম, করোনা কিছুই করতে পারবে না বলে মাতলেন 'করোনা পার্টিতে', তারপর...
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: আমেরিকার টেক্সাসে এক ৩০ বছরের ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। হাসপাতালে নার্সকে বলেছিলেন, "আমার মনে হয় আমি একটা ভুল করেছি।"

চিকিৎসকরা বলছেন ওই ব্যক্তি করোনাকে ভাঁওতা ভেবে কোভিড পার্টি করতে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন রোগটি তাঁর কিছু করতে পারবে না। কারণ তাঁর বয়স কম। যে পার্টিতে তিনি যোগ দিয়েছিলেন সেই পার্টির উদ্যোক্তা ছিলেন একজন কোভিজ পজেটিভ ব্যক্তি।

আরও পড়ুন: হাফিজ সঈদসহ পাঁচ জঙ্গি নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালুর অনুমতি, মুখোশ খুলল পাকিস্তানের

হাসপাতালে বিছানায় ওই উপলব্ধি করেছিলেন যে কত বড় ভুল হয়ে গিয়েছে। সান অ্যান্টনিওর ওই হাসপাতালের প্রধান জানিয়েছেন যে রোগে আমেরিকায় ১ লক্ষ ৩৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন, তাকে কিনা এই ব্যক্তি ভাঁওতা ভেবেছিলেন। কোভিডে কম বয়সীদের আক্রান্ত হওয়ার বিষয়ে তিনি জানান, তাঁদের দেখে মনে হয়না তাঁরা অসুস্থ। কিন্তু রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করলে বোঝা যায় অবস্থা কতটা গুরুতর।

.