ট্রাম্পের টিটকিরি! করোনায় ভুগছে ভারত, জ্বলছে চিন, লড়ছে আমেরিকা, বললেন মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, অন্যান্য দেশের থেকে ভাল লড়ছে আমেরিকা।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Aug 4, 2020, 07:31 PM IST
ট্রাম্পের টিটকিরি! করোনায় ভুগছে ভারত, জ্বলছে চিন, লড়ছে আমেরিকা, বললেন মার্কিন প্রেসিডেন্ট
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভারতে করোনা লড়াইয়ে "বিশাল সমস্যা" রয়েছে। চিনও সংক্রমণের 'বহ্নিশিখার' উত্তাপ উপলব্ধি করছে। কিন্তু আমেরিকা কোভিড যুদ্ধে ভাল লড়াই করেছে। কোভিড যুদ্ধে নিজের এরকমই অবস্থান শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৫২ হাজার জন। ভারতে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৮ লক্ষ ৫৫ হাজার ছাড়িয়েছে। চিনে নতুন ৩৬ জন করোনা আক্রান্তর খোঁজ মিলেছে, সেখানে মোট আক্রান্তর সংখ্যা ৮৪ হাজার ৪৬৪। আর মার্কিন মুলুকে এখন করোনা আক্রান্তর সংখ্যা ৪৮ লক্ষ ৬৩ হাজার ৭৭। অর্থাৎ এখনও ব্যবধান আকাশ ছোয়া।

আরও পড়ুন: চাইলেই H-১ বি ভিসায় কাজ পাবেন না ভারতীয় তথ্য়প্রযুক্তি কর্মীরা, নির্দেশ ট্রাম্পের

তবে মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, অন্যান্য দেশের থেকে ভাল লড়ছে আমেরিকা। তিনি বলেছেন,"কেউ আমাদের ধারে কাছে নেই। ৬ কোটি মানুষের করোনা পরীক্ষা আমরা করেছি।" ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ ও পশ্চিমের হটস্পটগুলির অবস্থায় আগের থেকে উন্নতি এসেছে। এরিজোনায় সাপ্তাহিক করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা ৩৭ শতাংশ কমে গিয়েছে। টেক্সাসে কমেছে ১৮.৭ শতাংশ, ফ্লোরিডার ২১.২ শতাংশ। নিউ ইয়র্ক, নিউ জার্সি -সহ ১৮ টি প্রদেশে করোনা আক্রান্তর সংখ্য়া কমেছে। কমেছে পজেটিভ রেটও।

"সকলে সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিয়মিত হাত ধোওয়া চালিয়ে যান। যখন জমায়েত এড়াতে পারছেন না, মাস্ক ব্যবহার করুন," ট্রাম্প সকল আমেরিকাবাসীদের কাছে এ আর্জিও জানিয়েছেন। এটি অত্যন্ত শক্তিশালী অদৃশ্য শত্রু। লকডাউন করোনা রুখতে পারবে না। লকডাউনের আসল লক্ষ্য হলো হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য সময় তৈরি করা। এমনটাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তরুণ এবং স্বাস্থ্যবান আমেরিকানদের কাজে ফেরাতে আগ্রহী ট্রাম্প। সতর্কতা নিয়ে স্কুল খুলবেন তিনি। একথাও জানিয়েছেন সোমবার। "ভ্যাকসিনেও আমরা ভাল করছি" একথা বলে ভ্যাকসিনের আশাকেও ত্বরান্বিত করতে ভোলেননি ডোনাল্ড ট্রাম্প।

.