বায়োস্ফিয়ার রিজার্ভে নিকোবর

পৃথিবীর বায়োস্ফিয়ার রিজার্ভে জায়গা করে নিল নিকোবর আইল্যান্ড। বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কোর(ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন) তাদের ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রামে নিকোবর আইল্যান্ডকে বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি দিয়েছে।

Updated By: May 31, 2013, 08:12 PM IST

পৃথিবীর বায়োস্ফিয়ার রিজার্ভে জায়গা করে নিল নিকোবর আইল্যান্ড। বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কোর(ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন) তাদের ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রামে নিকোবর আইল্যান্ডকে বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি দিয়েছে।
নিকোবরের মানুষদের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও বৈজ্ঞানিক উন্নতির স্বার্থে কাজ করবে ইউনেস্কো। এখনও প্রায় ১৮০০টি প্রজাতির জীবের সন্ধান পাওয়া গেছে নিকোবরে। এর মধ্যেই রয়েছে কিছু বিরল প্রজাতির জীবও। ১১৭টি দেশের মোট ১২টি নতুন জায়গাকে বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে ৯টি ভারতে অবস্থিত।

.