Migrants Dead | Mediterranean Sea: শরণার্থী-সংকট, এক বছরেই ভূমধ্য সাগরে নিখোঁজ ও মৃত ২৫০০!

ইউএনএইচসিআর নিউইয়র্ক অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ‘২৪ সেপ্টেম্বরের মধ্যে, ২০২৩ সালেই ২,৫০০ জনেরও বেশি মানুষকে মৃত বা নিখোঁজ হিসাবে গণ্য করা হয়েছিল’।

Updated By: Sep 29, 2023, 05:14 PM IST
Migrants Dead | Mediterranean Sea: শরণার্থী-সংকট, এক বছরেই ভূমধ্য সাগরে নিখোঁজ ও মৃত ২৫০০!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৩ সালে এখনও পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় ২৫০০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার ইউনাইটেড নেশনসের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এই কথা বলেছেন।

ইউএনএইচসিআর নিউইয়র্ক অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ‘২৪ সেপ্টেম্বরের মধ্যে, ২০২৩ সালেই ২,৫০০ জনেরও বেশি মানুষকে মৃত বা নিখোঁজ হিসাবে গণ্য করা হয়েছিল’।

আরও পড়ুন: Balochistan Blast: ফের আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান, নিহত ৫২ আহত ৫০

এই সংখ্যাটিতে দেখা গিয়েছে ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় ১৬৮০ জন বেশি মৃত বা নিখোঁজ হয়েছেন। তিনি বলেন, ’জনগণের মনোযোগ থেকে দূরে, বহু মানুষ প্রাণ হারিয়েছে’।

সাব-সাহারান আফ্রিকান দেশগুলি থেকে বহু মানুষ জমিতে যাত্রা করার পরে অনেক অভিবাসী তিউনিসিয়া এবং লিবিয়া উপকূলে সমুদ্র যাত্রা শুরু করায় এটি ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুট হয়ে গিয়েছে’।

অভিবাসী এবং উদ্বাস্তুদের জীবনের ‘প্রতি পদক্ষেপে মৃত্যু এবং চরম মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা রয়েছে’।

জানুয়ারী থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ ইউরোপে সমুদ্রপথে প্রায়১৮৬০০০ লোক এসেছে। তাঁরা ইতালি, গ্রীস, স্পেন, সাইপ্রাস এবং মাল্টায় অবতরণ করেছে।

আরও পড়ুন: Pakistan: লাইভে তুলকালাম, বাগযুদ্ধের বদলে চলল বেদম ঘুসি-চড়

সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থাৎ প্রায় ১৩০,০০০ এরও বেশি মানুষ ইতালিতে এসেছেন। এটি ২০২২ সালের একই সময়ের তুলনায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই বছরের জানুয়ারি থেকে অগস্টের মধ্যে অনুমান করা হচ্ছে যে ১০২,০০০ এরও বেশি শরণার্থী এবং অভিবাসী তিউনিসিয়া থেকে এবং ৪৫,০০০ জন লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল।

আনুমানিক ৩১,০০০ জনকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে বা তিউনিসিয়ায় আটকানো এবং নামানো হয়েছে এবং লিবিয়ায় ১০,৬০০ জনকে আটকানো হয়েছে বলে মেনিকদিওয়েলা বলেছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.