ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা উড়িয়ে দিল রাশিয়া, আজ ন্যাটোর জরুরী বৈঠক

ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ ২৮ সদস্যের জরুরী বৈঠকে বসছে ন্যাটো। মার্কিন যুক্তরাষ্ট্র এখনই ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সেনা অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করার পর ন্যাটো জরুরী বৈঠকের ডাক দেয়।

Updated By: Mar 4, 2014, 10:46 AM IST

ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ ২৮ সদস্যের জরুরী বৈঠকে বসছে ন্যাটো। মার্কিন যুক্তরাষ্ট্র এখনই ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সেনা অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করার পর ন্যাটো জরুরী বৈঠকের ডাক দেয়।

সোমবার মার্কিনি প্রতিরক্ষা দফতরের তরফ থেকে ঘোষণা করা হয় ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে এখনই সেনা নামাচ্ছে না তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ইউক্রেনের উত্তেজনা কমিয়ে আনতে সেন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

অন্যদিকে, আমেরিকা সহ আন্তর্জাতিক হুঁশিয়ারিকে কার্যত উড়িয়ে দিয়ে রাশিয়া জানিয়ে দিল, ইউক্রেন থেকে সেনা সরাচ্ছে না তারা। ক্রিমিয়া এখন কার্যত রুশ সেনার দখলে। এখানেই শেষ নয়। মঙ্গলবারের মধ্যে ক্রিমিয়া আত্মসমর্পণ না করলে সেনা অভিযানের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। অনড় ইউক্রেন যুদ্ধের জন্য সেনাকে তৈরি রেখেছে।

মস্কোর ওপর চাপ তৈরির কৌশল এখনও ঠিক করতে পারেনি আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটো। তবে, জি এইট থেকে বহিষ্কার, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি ইউক্রেন এবং পোল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করতে পারে নেটো। মস্কো জানিয়ে দিয়েছে, ইউক্রেনের রুশ ভাষাভাষীদের স্বার্থই এই মুহূর্তে তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।

.