কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে কিউবা ও মার্কিন যুক্তরাষ্ট্রে পুনরায় খুলছে উভয় দেশের দূতাবাস
দীর্ঘদিনের ঠাণ্ডা লড়াইয়ের অবসানের পর কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার পথে আরও একধাপ এগল কিউবা ও মার্কিন যুক্ত্ররাষ্ট্র। ৫৪ বছর পর দুই রাষ্ট্রের রাজধানীতে পুনরায় খুলতে চলেছে উভয় দেশের দূতাবাস।
ওয়েব ডেস্ক: দীর্ঘদিনের ঠাণ্ডা লড়াইয়ের অবসানের পর কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার পথে আরও একধাপ এগল কিউবা ও মার্কিন যুক্ত্ররাষ্ট্র। ৫৪ বছর পর দুই রাষ্ট্রের রাজধানীতে পুনরায় খুলতে চলেছে উভয় দেশের দূতাবাস।
দেশের দূতাবাসে পতাকা উত্তোলন করতে কিউবার বিদেশ মন্ত্রী ব্রুনো রডরিগেজ পারিল্লার বর্তমানে ওয়াশিংটনে উড়ে গেছেন। কিউবা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঐতিহাসিক মুহূর্তের ছবি সে দেশের সরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
অন্যদিকে, হাভানাতেও পৌঁছে গেছেন মার্কিনি কূটনীতিকরা। অগাস্টে মার্কিন রাষ্ট্র সচিব জন কেরির কিউবা সফরকালে সে দেশের মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত হবে পতাকা উত্তোলন অনুষ্ঠান। ১৯৫৯ সালের বিপ্লবের পর এই প্রথম এই পর্যায়ের কোনও মার্কিনি আধিকারিক কিউবা যাচ্ছেন।