ভয়ঙ্কর টাইফুলে তছনছ দক্ষিণপশ্চিম জাপানের ইজু, মৃত কমপক্ষে ৩৩
উদ্ধারকার্যে নেমেছেন ১ লাখ উদ্ধারকর্মী ও ৩১০০০ সেনা।
নিজস্ব প্রতিবেদন: টাইফুন হাগিবিসের দাপটে তছনছ জাপানের একটি বড় অংশ। টানা বৃষ্টিতে জলমগ্ন ইজু উপসাগরের একটি বিশাল অঞ্চল। এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধারকার্যে নেমেছেন ১ লাখ উদ্ধারকর্মী ও ৩১০০০ সেনা।
আরও পড়ুন-গান্ধী সংকল্প যাত্রায় ২ প্রাক্তন কংগ্রেস নেতার কাঁধেই দায়িত্ব অর্পণ বিজেপির
জাপানের সময় অনুযায়ী শনিবার সন্ধে সাতটা নাগাদ দক্ষিণপশ্চিম টোকিয়োর ইজুতে আঘাত হানে টাইফুন হাগিবিস। প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ে তোলপাড় হয়ে যায় চারদিক। টাইফুনের আশঙ্কার ২,৩০,০০০ মানুষকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল ওই এলাকা থেকে। জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে জানিয়েছেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধাকারীর সংখ্যা আরও বাড়ানো হবে।
Horrible Typhoon Hagibis hits Japan Worst strom ever #PrayForJapan pic.twitter.com/CjZWAnby9P#PrayForJapan
— Hanief Manzoor Dar (@haniefdar) October 13, 2019
আরও পড়ুন-পশ্চিমবঙ্গের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে কেবিন ভাড়া বেঁধে দিল সরকার
প্রবল বৃষ্টি ও ঝড়ে শনিবার দেশের বহু জায়গায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। জলে ঢুবে ছিল বুলেট ট্রেনও। রবিবার ট্রেন চলাচল কোনও কোনও জায়গায় চালু করা হয়েছে। গতকাল থেকে বিমান চলাচলও বন্ধ রাখা হয়েছিল। রবিবার তা চালু হয়েছে। তবে এখন বন্ধ বুলেট ট্রেন।