অবাঞ্ছিত টুইট রুখতে টুইটার নিয়ে এল মিউট বোতাম
এবারে মিউট বোতামের সাহায্যে অবাঞ্ছিত টুইট বন্ধ করতে পারবেন ইউজাররা। সোমবার এই মিউট বোতাম নিয়ে এল টুইটার। টুইটার ম্যানেজার পল রোসানিয়া ব্লগ পোস্টে লিখেছেন, এবার থেকে যেইসব ইউজারদের থেকে টুইট চান না, তাদেরকে মিউট করতে পারবেন। মিউটেড ইউজাররা জানতে পারবেন না তাদেরকে মিউট করা হয়েছে। অন্যদিকে, আপনার ইচ্ছামতো আনমিউটও করতে পারবেন তাদের।
এবারে মিউট বোতামের সাহায্যে অবাঞ্ছিত টুইট বন্ধ করতে পারবেন ইউজাররা। সোমবার এই মিউট বোতাম নিয়ে এল টুইটার। টুইটার ম্যানেজার পল রোসানিয়া ব্লগ পোস্টে লিখেছেন, এবার থেকে যেইসব ইউজারদের থেকে টুইট চান না, তাদেরকে মিউট করতে পারবেন। মিউটেড ইউজাররা জানতে পারবেন না তাদেরকে মিউট করা হয়েছে। অন্যদিকে, আপনার ইচ্ছামতো আনমিউটও করতে পারবেন তাদের।
টুইটার আইফোন ও অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনেও নিয়ে আসা হয়েছে এই ফিচার। কাউকে আনমিউট করলে তার কোনও টুইট আপনার টাইমলাইনে পপ আপ করবে না। সেইসব অ্যাকাউন্ট থেকে পুশ বা টেক্সট মেসেজও আসবে না। যাদের মিউট করা হয়েছে তারা টুইটার পোস্টে রি-টুইট বা কমেন্ট অপশন দেখতে পাবেন।