আকাশপথে গুলির লড়াই, বিমান হামলায় মৃত এক পাইলট, অভিযোগের তির তুরস্কের দিকে
Updated By: Nov 24, 2015, 06:21 PM IST
ওয়েব ডেস্ক: আকাশ পথের সীমান্ত লঙ্ঘন করায় রাশিয়ার জেট বিমানকে লক্ষ্য করে গুলি, ঘটনায় মৃত এক রাশিয়ান পাইলট। সিরিয়া সীমান্ত থেকে রাশিয়ার জেট বিমান SS-24 এর ওপর হামলার ছবি তুলেছেন সিরিয়া সীমান্তের সৈনিকরা। তাঁদের দাবি হামলা তুরস্ক সেনা বিমান F-16 থেকেই হামলা চালানো হয়েছে রাশিয়ার জেট বিমানে।
ভিডিও দেখে এখনও পর্যন্ত হামলাকারিদের সঠিক সনাক্ত করা যায়নি। তবে ওই ভিডিওতে দেখা যাচ্ছে হামলাকারিরা নিজেদের মধ্যে 'আল্লাহ-আকবর', বলে কথা বলছিলেন, এমনটাই দাবি করা হয়েছে একটি ইংরেজি দৈনিকে।
হামলা হয়েছে সীমানা লঙ্ঘনের জন্য, এই দাবি উড়িয়ে দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। তাঁদের তরফে জানানো হয়েছে রাশিয়ার জেট SS-24 সিরিয়া সীমান্তের মধ্যেই ছিল। SS-24 জেট বিমানের তল্লাশি করছে সিরিয়া সেনারা।