'দ্য প্রেসিডেন্ট', যুবককে আত্মহত্যার মুখ থেকে ফেরালেন খোদ দেশের প্রেসিডেন্ট

আত্মহত্যার মুখ থেকে ফেরালেন খোদ দেশের প্রেসিডেন্ট। সংসারের অনটন সামলাতে না পেরে ব্রিজ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টায় ছিলেন এক তুর্কি যুবক। কিন্তু সেই কাণ্ডটা ঘটানোর আগেই ইস্তানববুলের সেই ব্রিজের ওপর চলে আসে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কনভয়। যুবককে আতহত্যা থেকে ফেরাতে লেগে পড়েন প্রেসিডেন্সিয়াল গার্ডরা। বড় দিনে রুদ্ধশ্বাস সেই নাটকের ছবিই প্রকাশ করেছে তুরস্কের একটি সংবাদসংস্থা। গাড়িতে তাঁর জন্য দেশের প্রেসিডেন্ট অপেক্ষা করছেন। শুরুতে কিছুতেই তা মানতে চাইছিল না ওই যুবক। শেষপর্যন্ত তাঁকে বুঝিয়ে প্রেসিডেন্টের কাছে নিয়ে আসেন রক্ষীরা। এরদোগানের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়েই বাড়ি ফিরে যান ওই যুবক।

Updated By: Dec 26, 2015, 11:41 AM IST
'দ্য প্রেসিডেন্ট', যুবককে আত্মহত্যার মুখ থেকে ফেরালেন খোদ দেশের প্রেসিডেন্ট

ওয়েব ডেস্ক: আত্মহত্যার মুখ থেকে ফেরালেন খোদ দেশের প্রেসিডেন্ট। সংসারের অনটন সামলাতে না পেরে ব্রিজ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টায় ছিলেন এক তুর্কি যুবক। কিন্তু সেই কাণ্ডটা ঘটানোর আগেই ইস্তানববুলের সেই ব্রিজের ওপর চলে আসে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কনভয়। যুবককে আতহত্যা থেকে ফেরাতে লেগে পড়েন প্রেসিডেন্সিয়াল গার্ডরা। বড় দিনে রুদ্ধশ্বাস সেই নাটকের ছবিই প্রকাশ করেছে তুরস্কের একটি সংবাদসংস্থা। গাড়িতে তাঁর জন্য দেশের প্রেসিডেন্ট অপেক্ষা করছেন। শুরুতে কিছুতেই তা মানতে চাইছিল না ওই যুবক। শেষপর্যন্ত তাঁকে বুঝিয়ে প্রেসিডেন্টের কাছে নিয়ে আসেন রক্ষীরা। এরদোগানের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়েই বাড়ি ফিরে যান ওই যুবক।

 

.