পাকিস্তানকে ট্রাম্পের কড়া দাওয়াই, বিজেপির চোখে মোদী এফেক্ট

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের প্রতি ট্রাম্পের তীব্র সমালোচনাকে সমর্থন করছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানান, পাকিস্তান যে ভাবে দিনের পর দিন সন্ত্রাসে মদত দিয়ে চলেছে, সেখানে ট্রাম্পের এই মন্তব্য প্রমাণ করল, সন্ত্রাস ইস্যুতে ভারতের অবস্থানই সঠিক।

Updated By: Jan 2, 2018, 11:48 AM IST
পাকিস্তানকে ট্রাম্পের কড়া দাওয়াই, বিজেপির চোখে মোদী এফেক্ট
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে খড়গহস্ত ডোনাল্ড ট্রাম্প। এই আবহে পরিস্থিতির ফায়দা তুলতে ব্যস্ত হয়ে পড়ল বিজেপি। বছরের শুরুতে ট্রাম্পের প্রথম টুইটে পাকিস্তানকে যে ভাবে তিরষ্কার করা হয়েছে, তা 'আদতে নরেন্দ্র মোদীর কূটনীতিক সাফাল্য' হিসাবেই দেখাতে চাইছে বিজেপির একাংশ। পাশাপাশি কংগ্রেসকেও একহাত নিতে ভোলেনি তাঁরা। ট্রাম্পের টুইট প্রসঙ্গে এদিন বিজেপির মুখপাত্র জেভিএল নরসিমা রাও বলেন, পাকিস্তানের প্রতারণা শেষ করতে এবং পাক সন্ত্রাসের আঁতুড়ঘর চিহ্নিত করতে যে কড়া পদক্ষেপ করতে চলেছে ট্রাম্প প্রশাসন তার জন্য ধন্যবাদ। পাশাপাশি রাহুল গান্ধীকে এ প্রপসঙ্গে কটাক্ষও করেছেন নরসিমা। তাঁর মতে, এটি নরেন্দ্র মোদীর কূটনীতিক সাফাল্য।

আরও পড়ুন- 'মিথ্যেবাদী' তকমা পেয়ে বিশ্বকে আসল সত্যটা জানানোর হুঁশিয়ারি ইসলামাবাদের

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের প্রতি ট্রাম্পের তীব্র সমালোচনাকে সমর্থন করছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানান, পাকিস্তান যে ভাবে দিনের পর দিন সন্ত্রাসে মদত দিয়ে চলেছে, সেখানে ট্রাম্পের এই মন্তব্য প্রমাণ করল, সন্ত্রাস ইস্যুতে ভারতের অবস্থানই সঠিক।

আরও পড়ুন- হাফিজ সইদের ২ সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে পাক সরকার

প্রসঙ্গত, জঙ্গিদের মদত দেওয়ায় পাকিস্তানকে বেনজিরভাবে সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, দীর্ঘ সময় ধরে বিপুল অর্থ নিয়েছে পাকিস্তান। পরিবর্তে মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া তাদের কাছ থেকে আর কিছুই পায়নি আমেরিকা। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে পাক প্রশাসন। 

.