ভারতের পণ্যে উচ্চ হারে বাণিজ্য শুল্ক বসানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

উল্লেখ্য, এর আগেও ভারতের বিরুদ্ধে বাণিজ্য শুল্ক নিয়ে একাধিক বার তোপ দাগেন ডোনাল্ট ট্রাম্প। ভারতকে তো ‘ট্যারিফ কিং’ বলেও কটাক্ষ করেন।

Updated By: Mar 3, 2019, 12:10 PM IST
ভারতের পণ্যে উচ্চ হারে বাণিজ্য শুল্ক বসানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ফের ভারতের বিরুদ্ধে বাণিজ্য শুল্ক নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে ‘উচ্চ-শুল্ক দেশ’ বলে কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি, ভারতের উপর ‘পারস্পরিক শুল্ক’ চাপানোর হুঁশিয়ারিও দিলেন তিনি।  

শনিবার, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত একটি উচ্চ শুল্কের দেশ। আমাদের মোটরসাইকেলের উপর ১০০ শতাংশ শুল্ক চাপায় ভারত। কিন্তু তাদের রফতানি পণ্যে কোনও শুল্ক ধার্য করি না। তাঁর কথায়, “ভারতের পণ্যের উপর নূন্যতম শুল্ক চাপানো উচিত।”

আরও পড়ুন- পাক যুদ্ধ বিমানের পাইলটকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠাল কাশ্মীরিরা

উল্লেখ্য, এর আগেও ভারতের বিরুদ্ধে বাণিজ্য শুল্ক নিয়ে একাধিক বার তোপ দাগেন ডোনাল্ট ট্রাম্প। ভারতকে তো ‘ট্যারিফ কিং’ বলেও কটাক্ষ করেন। মার্কিন চাপে মোটরসাইকেল-সহ অন্যান্য পণ্যে শুল্ক হার কমায় ভারত। তবে, তাতে তিনি যে খুশি গত অক্টোবরে স্পষ্ট করে বলেন। ট্রাম্পের দাবি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই শূন্যে নামাতে হবে বাণিজ্য শুল্ক। রয়টার্স সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে কড়া পদক্ষেপ করলে ৫৬০ কোটি ডলার পণ্যে শুল্ক মুক্তের সুবিধা হারাবে ভারত।

.