চিফ স্ট্র্যাটেজিস্টের পদ থেকে ব্যাননকে ছেঁটে ফেললেন ট্রাম্প
Updated By: Aug 18, 2017, 11:48 PM IST
ওয়েব ডেস্ক: হোয়াইট হাউসের 'চিফ স্ট্র্যাটেজিস্টে'র পদ থেকে স্টিভ ব্যাননকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাত মাস পদে থাকার পর এই বহিষ্কার। হোয়াইটস হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্সের বিবৃতি অনুযায়ী, "হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জন কেলি এবং স্টিভ ব্যানন যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আজই ব্যাননের শেষ কর্মদিবস। তিনি যা কাজ করে গেলেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং তাঁর জন্য শুভেচ্ছা রইল"।
প্রসঙ্গত, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল যে, ব্যানন নিজে থেকেই পদত্যাগ করেছেন। কিন্তু আরেকটি মত অনুসারে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সেনা পদক্ষেপের বিষয়ে সরকারি মতামতের বিরোধিতা করায় তাঁকে ছেঁটে ফেললেন ট্রাম্প।