'Taiwan-এ হবে পরবর্তী আক্রমণ', বিস্ফোরক দাবি Trump-র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও (Joe Biden) সরাসরি কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন যে তিনি তাইওয়ানে পরবর্তী আক্রমনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন "কারণ... যুক্তরাষ্ট্র বোকার মত চলছে।"

Updated By: Mar 3, 2022, 02:09 PM IST
'Taiwan-এ হবে পরবর্তী আক্রমণ', বিস্ফোরক দাবি Trump-র

নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের মাঝেই, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বিশ্বকে সতর্ক করেছেন একটি নতুন যুদ্ধের বিষয়ে। ট্রাম্প জানিয়েছেন যে তাইওয়ানে পরবর্তী আক্রমণের সম্ভাবনা রয়েছে। 

তিনি বলেছেন,"তাইওয়ান পরবর্তী হতে যাচ্ছে। শুধু তাইওয়ানকে দেখুন; প্রেসিডেন্ট জি জিনপিং আনন্দের সঙ্গে দেখছেন।" বুধবার ফক্স বিজনেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও (Joe Biden) সরাসরি কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন যে তিনি তাইওয়ানে পরবর্তী আক্রমনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন "কারণ... যুক্তরাষ্ট্র বোকার মত চলছে।"

তিনি আরও বলেন, "তারা দেখছে যে আমাদের নেতারা অযোগ্য, এবং অবশ্যই, তারা করতে চলেছে, এটাই তাদের সময়।"

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, চিন রাশিয়া-ইউক্রেন সংঘাতকে গভীরভাবে দেখছে। তিনি আরও বলেন যে চিনের রাষ্ট্রপতি জি জিনপিং গত বছর তালিবান ক্ষমতা দখলের পর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আফগানিস্তান থেকে সরে যাওয়ার ব্যবস্থা করেছিল তার থেকে বিভিন্ন জিনিস বুঝে নিয়েছেন।

আরও পড়ুন: Russia-Ukraine War: 'আমরা রুখে দিয়েছি ওদের' দৃঢ়প্রতিজ্ঞ ইউক্রেন! তা হলে কি হারার মুখে রাশিয়া?

"প্রেসিডেন্ট জি একজন উচ্চ মেধা সম্পন্ন মানুষ, এবং তিনি আফগানিস্তানে যা ঘটেছে তা দেখেছেন... তিনি দেখেছেন যেভাবে আমরা আফগানিস্তান ছেড়েছি... সেখানে আমেরিকান নাগরিকদের রেখে এসেছি যারা এখনও সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন। তিনি তা দেখেছেন, এবং তিনি যা করতে চান তা করার জন্য এটাই তার সুযোগ, "ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন।

২৪ ফেব্রুয়ারী, রাশিয়া ইউক্রেনে একটি পূর্ণ সামরিক আক্রমণ শুরু করে। এরপরেই প্রশ্ন ওঠে যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চিনের তাইওয়ান দখলের পরিকল্পনাকে প্রভাবিত করবে কিনা।

অন্যদিকে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন (Tsai Ing-wen) এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, এই আক্রমণ ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে।

Tsai আরও বলেন যে ইউক্রেনের পরিস্থিতি তাইওয়ানের থেকে মৌলিকভাবে ভিন্ন। তাইওয়ানের নিজস্ব ভূ-কৌশলগত গুরুত্ব রয়েছে এবং যেকোনও জরুরী পরিস্থিতি মোকাবিলায় সাড়া দিতে প্রস্তুত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.