হাফিজ সইদ সন্ত্রাসবাদী, পাকিস্তানকে মনে করাল মার্কিন যুক্তরাষ্ট্র

হাফিজ সইদের মুক্তি নিয়ে অসন্তোষপ্রকাশ মার্কিন প্রশাসনের। 

Updated By: Nov 23, 2017, 02:44 PM IST
হাফিজ সইদ সন্ত্রাসবাদী, পাকিস্তানকে মনে করাল মার্কিন যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদন: জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদ সন্ত্রাসবাদী ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। সে কথা পাকিস্তানকে স্মরণ করিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। 

প্রমাণের অভাবে গত মঙ্গলবার গৃহবন্দি দশা থেকে হাফিজ সইদকে মুক্তি দিয়েছে পাক আদালত। এনিয়ে অসন্তোষপ্রকাশ করে মার্কিন বিদেশ দফতরের প্রতিক্রিয়া, ''লস্কর-ই-তৈবার নেতার মুক্তি প্রক্রিয়ার ওপরে নজর রাখছে মার্কিন প্রশাসন।'' উল্লেখ্য, হাফিজ সইদের মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুন- গণেশের বিজ্ঞাপন হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে, জানাল এসিবি

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে চলতি বছরের জানুয়ারি থেকে সন্ত্রাসে মদতের অভিযোগে হাফিজকে গৃহবন্দি করেছে পাকিস্তান প্রশাসন। তবে আদালতের কাছে গোয়েন্দা তথ্য ছাড়া অন্য কোনও নথি জমা দিতে পারেনি পাক পঞ্জাব প্রদেশের সরকার। ফলে হাফিজকে মুক্তি নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। মুক্তির পরই হাফিজের হুঁশিয়ারি, ''ভারত আমার কোনও ক্ষতি করতে পারবে না। কাশ্মীরও স্বাধীন হবেই।''  

.