সুপার বোলের উন্মাদনায় মার্কিন মেট্রো যেন বনগাঁ লোকাল, নিউ জার্সি যেন বড়বাজারের রাস্তা

সুপার বোল উন্মাদনার চোটে মার্কিন মুলুক মিশে গেল পশ্চিমবাংলায়। বড় খেলা, মিটিং-মিছিল থাকলে আমাদের এখানে যে হাল হয় বিশ্বের সুপার পাওয়ারদেরও ঠিক তাই হল। হাজার হাজার সাধারণ মানুষ যখন নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলেন তখনই বাধ সাধল। আমাদের এখানে যেমন হয়, ট্রেনে বাদুরঝোলা অবস্থা, ঘণ্টার পর ঘণ্টা ট্রেন লেট। সব কিছু হল আমেরিকাতেও।

Updated By: Feb 3, 2014, 11:40 AM IST

সুপার বোল উন্মাদনার চোটে মার্কিন মুলুক মিশে গেল পশ্চিমবাংলায়। বড় খেলা, মিটিং-মিছিল থাকলে আমাদের এখানে যে হাল হয় বিশ্বের সুপার পাওয়ারদেরও ঠিক তাই হল। হাজার হাজার সাধারণ মানুষ যখন নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলেন তখনই বাধ সাধল। আমাদের এখানে যেমন হয়, ট্রেনে বাদুরঝোলা অবস্থা, ঘণ্টার পর ঘণ্টা ট্রেন লেট। সব কিছু হল আমেরিকাতেও।

সুপারবোলের ফাইনাল দেখে ফিরে এক দর্শক বললনে, `আমার বাড়ি থেকে সাধারণত স্টেডিয়ামে পৌঁছতে লাগে আধঘণ্টা মত। সেখানে আড়াই ঘণ্টাতেও স্টেডিয়ামে পৌঁছতে পারেনি। আর একসঙ্গে এত লোকও দেখিনি। ট্রেনে ভিড়ের চোটে মনে হচ্ছিল হাত দুটো ভেঙে যাবে।` রেল বিভাগও জানিয়েছে, ট্রেন আসতে-ছাড়তে বেশ দেরী হয়েছে। এত লোক হলে সঠিক পরিষেবা দেওয়া সম্ভব নয়।

এত গেল ট্রেনের কথা। আর রাস্তাঘাট! ভিড়ের যে ছবি উঠে এল তাতে মনে হল এ যেন নিউ জার্সি নয়, কলকাতার বড়বাজার। নিউজার্সির মত রাস্তায় মানুষের হাঁটার জায়গা নেই। রাস্তাঘাটে আবর্জনাও দেখা গেল।

নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ডেনভার ব্রনকসের সঙ্গে সিয়াটেল সিহকের ফাইনাল দেখতে মার্কিন মুলুক পুরো ডুব দিল।

এদিকে সুপার বোল চ্যাম্পিয়ন হল সিয়াটেল সিহক। ফাইনালে সিয়াটেল সিহক হারাল ডেনভার ব্রনকসকে। সিয়াটেলের দলটিকে নেতৃত্ব দিলেন রাসেল উইলসন৷ তিনি দুর্দান্ত খেললেন৷

.